ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

WB TET 2022 Result: কবে টেট পরীক্ষার ফল? জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি

WB TET Result 2022
WB TET Result 2022
Rate this post

[ad_1]

WB TET 2022 Result: কবে টেট পরীক্ষার ফল?  প্রাথমিককে টেটের রেজাল্ট দ্রুত প্রকাশ করতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার তৎপরতাই শুরু করে দিল পর্ষদ। ৪৮ ঘণ্টা যেতে না যেতেই ফলপ্রকাশের বিষয় আলোচনা শুরু করে দিলেন পর্ষদের আধিকারিকরা। সূত্রের খবর, চলতি সপ্তাহে শুক্রবার টেটের উত্তরপত্র আপলোড নিয়ে বৈঠক করতে পারেন পর্ষদের আধিকারিকরা। আগামী সপ্তাহের শুরুর দিকেই উত্তরপত্র ওয়েবসাইটে আপলোড করতে চায় পর্ষদ। তেমনটাই পর্ষদের আধিকারিকদের লক্ষ্য।

উত্তরপত্র আপলোড হওয়ার পর সেই উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ বলেই সূত্রের খবর। সেই মতামত নেওয়ার পর কয়েকদিন সময় নিয়েই তারপরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে চায় পর্ষদ। যদিও ডিসেম্বর মাসের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব নাকি তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন পর্ষদের আধিকারিকরা।

টেট প্রস্তুতি নিয়ে সম্প্রতি মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। সেই বৈঠক চলাকালীন টেটের ফল প্রকাশ দ্রুত করা হবে বলেও নির্দিষ্টভাবে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তার প্রথম পদক্ষেপ হিসেবেই উত্তরপত্র আপলোড করার জোর তৎপরতা শুরু করে দিল পর্ষদ। রবিবারই হয় প্রাথমিকের টেট। ৮৯%-এরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন বলেই পর্ষদ জানিয়েছে। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে এত সংখ্যক পরীক্ষার্থী-এর পরীক্ষা দেওয়াকে ইতিবাচক হিসাবে দেখছে পর্ষদ। এ বারের টেটকে ঘিরে একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ।প্রাথমিকের টেট নিয়ে পর্ষদের পদক্ষেপের ইতিমধ্যেই সন্তোষ করেছে কলকাতা হাইকোর্টেও। পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের একাংশও।

পর্ষদ সূত্রে খবর সেই সন্তোষ প্রকাশ করে পর্ষদ সভাপতির ইমেইলে এবং পর্ষদকে চিঠি পাঠিয়েও ধন্যবাদ জানাচ্ছেন পরীক্ষার্থীদের একাংশ। যদিও পর্ষদ সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছেন দ্রুত ফল প্রকাশ করা হবে প্রাথমিকের টেটের। প্রাথমিকের টেটকে নির্বিঘ্নে পরিচালনা করার জন্য মেটাল ডিটেক্টর, ফ্রিষ্কিং, বায়োমেট্রিক হাজিরা-সহ একাধিক পদক্ষেপ নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও পরীক্ষার দিন কয়েকটি জায়গায় বায়োমেট্রিক অ্যাটেনডেন্স, ফ্রিস্কিং কাজ করতে সমস্যা হয়। যা নিয়ে জেলাশাসকদের বিশেষ নির্দেশও দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। যদিও পরীক্ষার কোন প্রশ্ন ফাঁস হয়নি বলে আগেই জানিয়েছেন খোদ শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। সব মিলিয়ে টেট নির্বিঘ্ন হলেও এবার ফল প্রকাশের তৎপরতা পর্ষদের।

[ad_2]

Leave a Reply