ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গ বস্ত্র দপ্তরে বিভিন্ন পদে চাকরি 2023 – WB Textile Department Recruitment 2023

WB Textile Department Recruitment 2023
WB Textile Department Recruitment 2023

পশ্চিমবঙ্গ বস্ত্র দপ্তরে বিভিন্ন পদে চাকরি 2023 – WB Textile Department Recruitment 2023: পশ্চিমবঙ্গের বস্ত্র দপ্তর (Textile Department) থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই চাকরির সমগ্র নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হবে। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই WBPSC-র অফিসিয়াল ওয়েবসাইটে একের পর এক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আজকে যে নিয়োগের বিষয়ে জানানো হচ্ছে সেটির বিজ্ঞপ্তি নম্বর 02/2023, এই নিয়োগের বিস্তারিত তথ্যগুলি নিচের থেকে এক এক করে জেনে নিন। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি বিশেষভাবে লক্ষণীয়।

পশ্চিমবঙ্গ বস্ত্র দপ্তরে বিভিন্ন পদে চাকরি 2023 – WB Textile Department Recruitment 2023

যে পদে নিয়োগ করা হবে:

জয়েন্ট ডিরেক্টর (Joint Director)

ডিরেক্টরেট: DIRECTORATE OF TEXTILES (POWERLOOM, HOSIERY & READYMADE GARMENTS DIVISION). 

ডিপার্টমেন্ট: DEPARTMENT OF MICRO, SMALL & MEDIUM ENTERPRISES AND TEXTILES, GOVT. OF WEST BENGAL.

মাসিক বেতন: 

Pay Band 4A অনুযায়ী প্রতি মাসে 15,600 টাকা থেকে 42,000 টাকা, সেই সাথে 6,600 টাকার গ্রেড পে বেতন হিসেবে দেওয়া হবে।  

বয়স সীমা: 

উক্ত জয়েন্ট ডিরেক্টর পদে চাকরিতে আবেদনের জন্য বয়স থাকতে হবে ৩৬ বছরের মধ্যে। বয়সের হিসেব করা হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী। 

শিক্ষাগত যোগ্যতা: 

  • সরকারের স্বীকৃতিপ্রাপ্ত যে কোন ইউনিভার্সিটি, কলেজ অথবা প্রতিষ্ঠান থেকে টেক্সটাইলস টেকনোলজি বিষয়ে ডিগ্রী করা থাকতে হবে। অথবা পাওয়ারলুম টেকনোলজিতে ডিপ্লোমা করতে হবে। 
  • সেই সাথে সরকারি দপ্তরে ছয় বছরের প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • বাংলা অথবা নেপালি ভাষায় কথা বলতে এবং লিখতে পারতে হবে। 

Also Read: রাজ্যের খাদ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

Also Read: মাধ্যমিক পাশে আসাম রাইফেলে বিভিন্ন পদে চাকরি

শূন্যপদ: 

1 টি (UR) 

নিয়োগ প্রক্রিয়া: 

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে জয়েন্ট ডিরেক্টর পদের চাকরিতে নিয়োগ দেওয়া হবে। 

আবেদন প্রক্রিয়া: 

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন প্রক্রিয়ায় আবেদন করা যাবে। 

আবেদন করার জন্য প্রথমেই ওয়েবসাইট ভিজিট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা ইতিমধ্যে ডব্লুবিসিএস বা অন্য চাকরির আবেদনের জন্য WBPSC-র ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা দরকার নেই। 

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারীকে লগইন করতে হবে। লগইন করে অনলাইনে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। ফর্ম ফিলাপের শেষে, প্রথম থেকে শেষ পর্যন্ত পূরণ করা তথ্যগুলি একবার মিলিয়ে নিয়ে অনলাইন আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করার পরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। 

অনলাইন আবেদন ফি:

  • অনলাইনে আবেদন করার সময় সমস্ত আবেদনকারীদের 210 টাকা আবেদন ফি জমা করতে হবে। 
  • পশ্চিমবঙ্গের SC, ST, PWD শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে কোন আবেদন ফি জমা করতে হবে না। 

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:

বিজ্ঞপ্তি প্রকাশ- 25/02/2023

আবেদন শুরু- 28/02/2023

আবেদন শেষ- 21/03/2023

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আবেদন করার লিংক: Apply Now

Leave a Reply