ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক 2023 রেজাল্টের তারিখ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ – WBBSE West Bengal Board Madhyamik Result Date 2023

WBBSE West Bengal Board Madhyamik Result Date 2023
WBBSE West Bengal Board Madhyamik Result Date 2023

মাধ্যমিক 2023 রেজাল্টের তারিখ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ – WBBSE West Bengal Board Madhyamik Result Date 2023: মে মাসের শেষ সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। শনিবার এমনটাই জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যদিও এর আগেই পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল মে মাসে সপ্তাহেই ফল প্রকাশের কথা। শনিবার পরীক্ষা শেষের দিনে ফের পর্ষদ এমনটাই জানাল।

পাশাপাশি প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনাকে ফের অপপ্রচার করার চক্রান্ত বলেই দাবি করলেন পর্ষদ সভাপতি। শনিবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “আমাদের ব্যবস্থায় প্রশ্ন ফাঁসের কোন জায়গা নেই। যেগুলো হয়েছে সেগুলো অপপ্রচারের চেষ্টা।”

তবে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে ইংরেজি প্রশ্নপত্রের কয়েকটি পাতার ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনার প্রেক্ষিতে পর্ষদ কী ব্যবস্থা নিল, তার প্রেক্ষিতে অবশ্য পর্ষদ সভাপতি বলেন, “আমরা কোনও তদন্তকারী সংস্থা নয়। আমরা বিষয়টি নিয়ে ভাবার চেষ্টা করেছি। এর থেকে বেশি কিছু আমরা করতে পারিনা।”

Also Read: রাজ্যের খাদ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ

যদিও ওই ঘটনায় মালদা জেলার কয়েকটি সোর্সকে চিহ্নিত করতে পারা গেছিল বলি পরীক্ষার পরের দিনে বিবৃতি দিয়ে দাবি করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই ঘটনায় কারোর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি সে বিষয়ে অবশ্য কোনও স্পষ্ট উত্তর দেননি পর্ষদ সভাপতি। অন্যদিকে অঙ্ক পরীক্ষার দিন গ্রাফ পেপার না দেওয়ার ঘটনায় পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাদেরই তরফে অবহেলা হয়েছে বলে পর্ষদ সভাপতি ফের দাবি করেন।

তিনি বলেন, পরীক্ষা উপসচিব যে রিপোর্ট দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে যিনি প্রশ্নপত্র করেছেন তিনি কোনও নোট দেননি প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়ার।” তবে এক্ষেত্রে পর্ষদ কোনও পদক্ষেপ নিচ্ছে নাকি সেই বিষয়ে অবশ্য তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করবেন বলেই দাবি করেছেন পর্ষদ সভাপতি। পরীক্ষা অবশ্য নির্বিঘ্নেই শেষ হয়েছে বলে এই দিন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন পর্ষদ সভাপতি।

Also Read: কলকাতা পৌরসভায় ইন্টারভিউর মাধ্যমে চাকরি আবেদন করুন

যদিও পরীক্ষা চলাকালীন সময় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এদিন অবশ্য পর্ষদ সভাপতি দাবি করেন, “চারটি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।”

Leave a Reply