রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ – West Bengal Agriculture Department Recruitment 2023: এবার রাজ্যের কৃষি দফতরে কর্মী নিয়োগ। এরাজ্যেরই একটি জেলায় কৃষি দফতরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই চুক্তিভিত্তিকভাবে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনও জেলার বাসিন্দার ভারতীয় নাগরিকত্ব থাকলেই এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা-সহ অন্যান্য তথ্য এই প্রতিবেদনে দেওয়া হল।
আপাতত রাজ্যের একটি জেলায় কৃষি দফতরে WDT (Livelihood) পদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য আবেদনকারীকে স্বীকৃত যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে Agriculture/Plant Science/Forestry/Animal Science-এ স্নাতকস্তর উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটারের কাজ জানতে হবে। কাজের পূর্ব অভিজ্ঞতাও থাকতে হবে। কৃষি দফতরে WDT (Livelihood) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলে বেতন হবে মাসে ১০ হাজার টাকা। সর্বোচ্চ ৬৫ বছর বয়সী চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: রাজ্যে আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
আরও পড়ুন: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ
আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে প্রচুর শূন্যপদে নিয়োগ
আরও পড়ুন: জি.এ.আই.এল লিমিটেডে জুনিয়র ও সিনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ
আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরি
আরও পড়ুন: দিল্লি হাই কোর্টে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
আরও পড়ুন: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে চাকরি
আরও পড়ুন: ভারতীয় মিউজিয়াম গুলিতে বিভিন্ন পদে নিয়োগ
আরও পড়ুন: কলকাতা বন্দরে SDTM পদে চাকরি
আরও পড়ুন: ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এ বিভিন্ন পদে চাকরি
আরও পড়ুন: সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চাকরি
রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ – West Bengal Agriculture Department Recruitment 2023
পদের নাম- WDT (Livelihood)
মোট শূন্যপদ– ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Agriculture/ Forestry/ Plant Science/ Animal Science -এ Graduation সহ Computer Literate/ Field Experience কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ১০,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।
ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ স্থান
Assistant Director of Agriculture (Soil Conservation, Demonstration), Midnapore & PIA, Kaliaghai, NGWDP, Narayangarh, Paschim Medinipur
ইন্টারভিউ তারিখ- ২০ মার্চ, ২০২৩
Important Link
Official Notification: Download Now
Official Website: Click Here