রাজ্যে শ্রম দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 – West Bengal ESIC Recruitment 2023: রাজ্যের শ্রম ও রোজগার মন্ত্রক (দপ্তর) থেকে নিয়োগের জন্য নতুন একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিভিন্ন পোস্টে শূন্যপদ থাকায় এই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শীঘ্রই তা শেষ হবে। তবে এখনো বেশ কয়েকদিন আবেদন করার জন্য সময় রয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে প্রথমে নিয়োগের যাবতীয় তথ্যাদি ভালো করে জেনে নিতে হবে।
এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের নাম, আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
রাজ্যে শ্রম দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023 – West Bengal ESIC Recruitment 2023
যেসব পদে নিয়োগ হবে
(1) প্রফেসর (Professor)
(2) অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor)
(3) আসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)
মোট শূন্যপদের সংখ্যা
(1) প্রফেসর (Professor)- 8 টি
(2) অ্যাসোসিয়েট প্রফেসর (Associate Professor)- 20 টি এবং
(3) আসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Professor)- 47 টি শূন্যপদ আছে।
শিক্ষাগত যোগ্যতা
(1) Professor- পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB করা থাকতে হবে। সাথে থাকতে হবে 8 বছরের কাজের অভিজ্ঞতা। পাশাপাশি অন্তত 4 টি রিসার্চ পেপার পাবলিশ করে থাকতে হবে।
(2) Associate Professor- পদে আবেদন করতে গেলে সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB করে থাকতে হবে। থাকতে হবে 5 বছরের কাজের অভিজ্ঞতা এবং নূন্যতম 2 টি রিসার্চ পেপার।
(3) Assistant Professor- পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিষয়ে MD/MS/DNB ডিগ্রির পাশাপাশি থাকতে হবে এক বছরের Senior Resident করার অভিজ্ঞতাও।
বয়সসীমা
তিনটি পদেই আবেদন জানানোর জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স 69 বছর ধার্য্য করা হয়েছে।
বেতনক্রম
(1) Professor পদের জন্য 2,22,543/- টাকা
(2) Associate Professor পদের জন্য 1,47,986/- টাকা
(3) Assistant Professor পদের জন্য প্রার্থীদের 1,27,141/- টাকা দেওয়া হবে।
- আরও পড়ুন: ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অধীনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকে প্রচুর শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় সিকিউরিটি স্ক্রিনার নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে আয়ুষ সমিতিতে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের অধীনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে প্রচুর শূন্যপদে নিয়োগ
আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ESIC এর এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অথবা এই পেজের নিচের লিংকে ক্লক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।
ঐ আবেদনপত্রটি প্রিন্ট করার পর তা সঠিকভাবে পূরণ করে নিয়ে আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
Office of the Deam, ESI-PGIMSR & ESIC Medical College, Joka, Kolkata – 700104.
আবেদনের সময়সীমা
20 মার্চ, 2023 তারিখের মধ্যে আবেদনপত্রটি পাঠিয়ে ফেলতে হবে।
আবেদন করার ফর্ম
অফলাইন আবেদন ফি
এখানে আবেদন মূল্য বাবদ GEN/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ২২৫/- টাকা ধার্য করা হয়েছে। তবে SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন মূল্য লাগবে না। আবেদন ফি জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
আবেদন করার ফর্ম: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here