[ad_1]
রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ এখনই আবেদন করুন – West Bengal Municipality job 2022 Apply Now
West Bengal Municipality job 2022: স্থায়ী চাকরির জন্য অসংখ্যা চাকরি প্রার্থী হন্য হয়ে ঘুরছে। একটি সম্মানজনক চাকরি প্রয়োজন যা ভবিষ্যতকে সুনিশ্চিত করবে। এমন সব চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ। রাজ্যের এক পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দক্ষিণ দমদম পৌরসভায় চুক্তির ভিত্তিতে স্বাস্থকর্মী নিয়োগ করা হবে। পদের নামর হনারারি হেলথ ওয়ার্কার। আবেদন পদ্ধতি ও শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন।
West Bengal Municipality job 2022 যোগ্যতা ও শূন্যপদ: মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশই মহিলা হতে হবে এবং সংশ্লিষ্ট পুর এলাকার বাসিন্দা হতে হবে। মোট ১৩ টি শূন্যপদ রয়েছে।
West Bengal Municipality job 2022 বয়স: আবেদনকারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের ২২ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে।
West Bengal Municipality job 2022 বেতন: প্রতিমাসে ৪ হাজার ৫০০ টাকা।
West Bengal Municipality job 2022আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। আবেদনকারীকে আবেদনপত্র পূরণ করে দক্ষিণ দমদম পৌরসভায় গিয়ে জমা দিতে হবে। ২৫ অগস্টের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
West Bengal Municipality job 2022 আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Notice Board Of the Municipality on the 2nd Floor, South Dum Dum Municipality, Kolkata- 700074
প্রয়োজনীয় নথি:
১) স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র
২) শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র
৩) প্রার্থীর বয়সের প্রমাণপত্র
৪) প্রার্থীয় জাতিগত শংসাপত্র
৫) সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৬) ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি
৭) স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের প্রমাণপত্র
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
[ad_2]