ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এই বছর থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনেই কলেজে ভর্তি, সায় মুখ্যমন্ত্রীর

West Bengal Online College Admission 2022
West Bengal Online College Admission 2022
Rate this post

Bengaliportal:‌ এবার থেকে রাজ্যের কলেজগুলিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি হবে। বিকাশ ভবন সূত্রে খবর, এই সিদ্ধান্তে মুখ্যমন্ত্রী সম্মতি জানিয়েছেন। আগামী সপ্তাহে এই নিয়ে বৈঠকে বসছে উচ্চশিক্ষা দপ্তর। তবে কীভাবে ভর্তি প্রক্রিয়া হবে?‌ জানা গিয়েছে, এবার থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রীয় পোর্টাল থাকবে। পড়ুয়ারা সেখানেই ওই বিশ্ববিদ্যালয়ের আওতায় যে সব কলেজ রয়েছে সেখানে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন। সেখানেই ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে একই বিশ্ববিদ্যালয়ের কটি কলেজে সর্বাধিক ভর্তির জন্য আবেদন করা যাবে, তা এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন: ন্যাশনাল ফার্টিলাইজারস লিমিটেডের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগ

রাজ্যের কলেজগুলিতে বেশ কয়েক বছর ধরে অনলাইনে পড়ুয়া ভর্তি করা হলেও তা কেন্দ্রীয়ভাবে হয় না। প্রতিটি কলেজে আলাদা আলাদাভাবে ভর্তি হয়। তবে এবার থেকে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আর এর ফলে যে দুর্নীতিও কমবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও এর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। শিক্ষাবিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ি বলেন, ‘‌খানিকটা অনলাইন, খানিকটা হাতে থেকে গেলে, এতে ইউনিয়ন যাঁরা করেন তাঁদের কিছুটা আগ্রহ থাকে। সাধারণ মানুষের দিকে তাকিয়ে এই প্রক্রিয়া করা উচিত।’‌ পবিত্র সরকার বলেন, ‘‌নানারকম ফাঁকির সম্ভাবনা নেই, তা নয়। কারণ, নেপথ্যে থেকে বলে দেওয়া হতে পারে, অমুখকে বেশি নম্বর দিতে হবে। দলের লোক। ফলে আশঙ্কা রয়েই গেল।’‌

Leave a Reply