[ad_1]
Bengaliportal: চলতি সপ্তাহ থেকে কিছুটা বদলেছে আবহাওয়া। প্রথমদিকে বর্ষার উপস্থিতি একেবারেই মালুম হচ্ছিল না দক্ষিণবঙ্গে। তবে গত কয়েকদিন ধরে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। যদিও সেই বৃষ্টি খুব বেশি হলে টানা ১০ মিনিট হচ্ছে। তবু বৃষ্টির জন্য চাতকের হাহাকার অনেকটাই কেটেছে। হাওয়া অফিস বলছে এই পরিস্থিতির এখনই খুব একটা বদলের সম্ভাবনা নেই। অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিই আপাতত সঙ্গী থাকবে দক্ষিণবঙ্গবাসীর। তবে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে ১৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী ১৮ জুলাই থেকে উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের নাম।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, কলকাতা সহ-দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দফায় দফায় বৃষ্টি হবে জেলাগুলিতে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামী তিনদিন অর্থাৎ শুক্র, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ১৫ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে উপকূলে বইবে ঝোড়ো হওয়া। বর্তমানে নিম্নচাপটি ওড়িশা উপকূলে বিরাজ করছে। সেই কারণে উপকূলের জেলাগুলি বিশেষ করে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। সঙ্গে চলবে বৃষ্টি। জুনের শুরু থেকে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ৪৫ শতাংশ ঘাটতি রয়েছে। গোটা রাজ্যে ২৬ শতাংশ বৃষ্টি কম হয়েছে।
[ad_2]