ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে মাইনিং সর্দার এবং সার্ভেয়ার পদে নিয়োগ 2023 – Western Coalfields Limited Recruitment 2023

Western Coalfields Limited Recruitment 2023
Western Coalfields Limited Recruitment 2023

ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে মাইনিং সর্দার এবং সার্ভেয়ার পদে নিয়োগ 2023 – Western Coalfields Limited Recruitment 2023: সম্প্রতি ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে মাইনিং সর্দার এবং সার্ভেয়ার পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ জানুয়ারি, ২০২২ থেকে। প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৩৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। মাইনিং সর্দার- ১০৭টি পদ, সার্ভেয়ার- ২৮টি পদ।

ওয়েস্টার্ন কোল ফিল্ডস লিমিটেডে মাইনিং সর্দার এবং সার্ভেয়ার পদে নিয়োগ 2023 – Western Coalfields Limited Recruitment 2023

সংস্থাওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেড
পদের নামমাইনিং সর্দার এবং সার্ভেয়ার
শূন্যপদের সংখ্যা১৩৫
কাজের স্থানভারত
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু২১.০১.২০২৩
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০.০২.২০২৩

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: শিক্ষাগত যোগ্যতা

মাইনিং সর্দার টি অ্যান্ড এস গ্রেড সি- দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। ডিজিএমএস দ্বারা জারি করা কোয়ালিফিকেশন মাইনিং সির্ডার সার্টিফিকেট অথবা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িংয়ে ডিপ্লোমা এবং ডিজিএমএস দ্বারা জারি করা ওভারম্যান কম্পিটেন্সি সার্টিফিকেট বা ডিজিএমএস দ্বারা জারি করা ভ্যালিড গ্যাস টেস্টিং সার্টিফিকেট বা ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে।টি অ্যান্ড এস গ্রেড বি-তে সার্ভেয়ার (মাইনিং)- ডিজিএমএস দ্বারা জারি করা মেট্রিকুলেশন এবং সার্ভেয়ারের সার্টিফিকেট অফ কম্পিটেন্সি বা মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িংয়ে ডিপ্লোমা এবং ডিজিএমএস দ্বারা জারি করা সার্ভেয়ারের কম্পিটেন্সি সার্টিফিকেট।

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমা

১৮ থেকে ৩০।

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: বেতন

মাইনিং সর্দার- প্রতি মাসে ৩১৮৫২.৫৬ টাকাসার্ভেয়ার- প্রতি মাসে ৩৪৩৯১.৬৫ টাকা

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচন পদ্ধতি

আবেদনকারীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মোট ১০০টি প্রশ্ন থাকবে। পরীক্ষার সময়কাল হবে ৯০ মিনিট।

ডব্লুসিএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদন পদ্ধতি

  • ডব্লুসিএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজে থাকা ‘Recruitment’ এবং তারপর ‘Online Application’ for the post of Mining Sirdar in Technical & Supervisory Group C and Surveyor (Mining) in Technical & Supervisory Grade B’ লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এরপর ‘New Registration’ লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।
  • সমস্ত বিবরণ পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আবেদন ফি প্রদান করে আবেদনপত্র জমা দিতে হবে।
  • আবেদনপত্রের একটি প্রিন্ট আউট কপি সংরক্ষণ করে রাখতে হবে।

Leave a Reply