ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়েছে, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
Rate this post

[ad_1]

যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তাদেরই সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়েছে ফুসফুসে। এই ভাইরাসে সংক্রামিত হলে শরীরে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে।

কোন কোন উপসর্গ দেখে বুঝবেন আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে? বা কোন কোন সমস্যা দেখা দিলে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন?

What's a Normal Blood Oxygen Level? Understanding Low Levels

অতিরিক্ত শ্বাসকষ্ট: শ্বাসকষ্ট হওয়ার প্রথম উপসর্গ হলো শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। ফুসফুসে করোনাভাইরাস সংক্রান্ত হলে অনেকের অল্প সংস্পর্শ থেকে গুরুতর শ্বাসকষ্ট হতে দেখা যায়।

বুকে ব্যথা: শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে বুকে ব্যথা কিংবা চাপ অনুভূত হয়।

এলোমেলো চিন্তাভাবনা: শরীরে অক্সিজেনের ঘাটতি হলে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। চিন্তা-ভাবনার গতিপ্রকৃতি গুলি এলোমেলো হয়ে যাওয়ার  একটি বড় কারণ।

Normal blood oxygen levels: What is safe and what is low?

নাকের ফুটো বড়: শরীরে অক্সিজেনের অভাব হলে আরো বেশি বাতাস টানার প্রবণতা বাড়ে। এমন শারীরবৃত্তির ফলেই নাকের ফুটোর বড় হওয়ার প্রবণতা দেখা যায়। 

কালচে ঠোঁট: শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেলে ঠোঁট শুকিয়ে আসে। তাই অনেকটা কালচে দেখায়।

এই প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন, করোনায় সংক্রামিত হলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায়। কিন্তু বহু ক্ষেত্রে আক্রান্ত মানুষটি সেটি বুঝতে পারেনা। তাই মাঝেমধ্যেই অক্সিমিটারের মাধ্যমে শরীরে অক্সিজেনের মাত্রা দেখে নেওয়া উচিত। 

Critical Signs & Symptoms of Low Blood Oxygen Levels - GOQii

এমন অনেক করোনা রোগী রয়েছেন যাদের শরীরে ৮০-র নিচে অক্সিজেনের মাত্রা নেমে গেছে অথচ তাদের শ্বাসকষ্ট হয়নি। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে ‘হ্যাপি হাইপক্সিয়া’ বলা হয়। আর যতক্ষণে বুঝতে পাচ্ছেন, ততক্ষণে অনেক দেরী হয়ে যাচ্ছে। 

[ad_2]

Leave a Reply