ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 | SSC Staff Recruitment 2024

SSC Staff Recruitment 2024
SSC Staff Recruitment 2024

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 | SSC Staff Recruitment 2024: এসএসসির তরফে নতুন কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে যেকোনো প্রান্ত থেকে যেকেউ অনায়াসেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 | SSC Staff Recruitment 2024

নিয়োগকারী সংস্থাএসএসসি (স্টাফ সিলেকশন কমিশন)
পদের নামজুনিয়র ইঞ্জিনিয়ার
শূন্যপদ সংখ্যা968
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে ডিগ্রি বা ডিপ্লোমা পাস
প্রার্থীর বয়সসীমা৩০ বছর
মাসিক বেতন৩৫,৪০০ টাকা থেকে শুরু
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের সময়সীমা১৮/০৪/২০২৪

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 | SSC Staff Recruitment 2024

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 নিয়োগকারী সংস্থা

এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন)

SSC Staff Recruitment 2024 পদের নাম

এসএসসির এই নিয়োগের মধ্য দিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে।

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 শূন্যপদ সংখ্যা

উপরের এই পদে সব মিলিয়ে আপাতত 968 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

SSC Staff Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকতে হবে।

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 প্রার্থীর বয়সসীমা

নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর রাখা হয়েছে।

SSC Staff Recruitment 2024 মাসিক বেতন

নিয়োগের পর কর্মী পিছু মাসিক গড় বেতন 35,400/- টাকা থেকে শুরু হচ্ছে।

এসএসসির মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ 2024 আবেদন পদ্ধতি

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।

1. নিচে দেওয়া লিংক ভিজিট করে নিজের যাবতীয় তথ্য দিয়ে সবার প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করুন।

2. এক্ষেত্রে নিজের নাম, আইডি নম্বর, জেন্ডার, জন্মতারিখ, বাবার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেল ইত্যাদি দিন।

3. এরপর প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আরো কিছু তথ্য দিতে হবে।

4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে বললে এক এক করে আপলোড করুন।

5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

SSC Staff Recruitment 2024 আবেদনের সময়সীমা

আগামী 18/04/2024 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here
Apply OnlineClick Here

Leave a Reply