ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024

Upper Division Clerk Recruitment 2024
Upper Division Clerk Recruitment 2024
Rate this post

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024: এবার UDC তথা আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে আপনিও চাইলে অতি সহজেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024

পদের নামআপার ডিভিশন ক্লার্ক (UDC)
শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা, দক্ষতা, এবং কর্ম অভিজ্ঞতা প্রয়োজন
প্রার্থীর বয়সসীমা৫৬ বছর
মাসিক বেতন৫,২০০-২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা
আবেদন পদ্ধতিইমেলের মাধ্যমে
আবেদনের সময়সীমা০৪/০৪/২০২৪

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 পদের নাম

আপার ডিভিশন ক্লার্ক (UDC)

Upper Division Clerk Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা, দক্ষতা ও কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।

Upper Division Clerk Recruitment 2024 মাসিক বেতন

নিয়োগের পর পে স্কেল হবে 5,200-20,200/- টাকা। সঙ্গে গ্রেড পে 2,400/- টাকা।

আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 আবেদন পদ্ধতি

ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।

2. নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলতে হবে।

3. নাম, জন্মতারিখ, ঠিকানা, যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে এই আবেদনপত্র পূরণ করুন।

4. নিজের একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে এবং যাবতীয় ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করুন।

5. অবশেষে এগুলি সব ফটো/ স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানিয়ে পাঠিয়ে দিন নির্দিষ্ট ইমেল ঠিকানায়।

Upper Division Clerk Recruitment 2024 আবেদনের সময়সীমা

আগামী 04/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply