আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024: এবার UDC তথা আপার ডিভিশন ক্লার্ক পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। এখানে আপনিও চাইলে অতি সহজেই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024
পদের নাম | আপার ডিভিশন ক্লার্ক (UDC) |
---|---|
শিক্ষাগত যোগ্যতা | সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা, দক্ষতা, এবং কর্ম অভিজ্ঞতা প্রয়োজন |
প্রার্থীর বয়সসীমা | ৫৬ বছর |
মাসিক বেতন | ৫,২০০-২০,২০০ টাকা, গ্রেড পে ২,৪০০ টাকা |
আবেদন পদ্ধতি | ইমেলের মাধ্যমে |
আবেদনের সময়সীমা | ০৪/০৪/২০২৪ |
আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 | Upper Division Clerk Recruitment 2024
আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 পদের নাম
আপার ডিভিশন ক্লার্ক (UDC)
Upper Division Clerk Recruitment 2024 শিক্ষাগত যোগ্যতা
সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা, দক্ষতা ও কর্ম অভিজ্ঞতা থাকা দরকার।
আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 প্রার্থীর বয়সসীমা
বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারেন।
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ 2024
- আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে অ্যাকাউন্ট নিয়োগ 2024
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2024
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে প্রচুর লাইব্রেরিয়ান নিয়োগ 2024
Upper Division Clerk Recruitment 2024 মাসিক বেতন
নিয়োগের পর পে স্কেল হবে 5,200-20,200/- টাকা। সঙ্গে গ্রেড পে 2,400/- টাকা।
আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ 2024 আবেদন পদ্ধতি
ইমেলের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজ নিজ যাবতীয় তথ্য দিয়ে এই আবেদনপত্র ভালো করে পূরণ করে ফেলতে হবে।
3. নাম, জন্মতারিখ, ঠিকানা, যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে এই আবেদনপত্র পূরণ করুন।
4. নিজের একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে এবং যাবতীয় ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করুন।
5. অবশেষে এগুলি সব ফটো/ স্ক্যান করে একটি পিডিএফ ফাইল বানিয়ে পাঠিয়ে দিন নির্দিষ্ট ইমেল ঠিকানায়।
Upper Division Clerk Recruitment 2024 আবেদনের সময়সীমা
আগামী 04/04/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |