ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সোনার বিস্কুট কিনে প্রতারিত হলেন এক ব্যক্তি

সোনার বিস্কুট কিনে প্রতারিত হলেন এক ব্যক্তি
সোনার বিস্কুট কিনে প্রতারিত হলেন এক ব্যক্তি
Rate this post

ফের প্রতারণা এবার নকল সোনার বিস্কুট কিনে প্রতারিত হলেন এক ব্যক্তি। ঘটনা পুলিশে জানাতেই এক ব্যক্তিকে আটক করল কেশিয়াড়ি থানার পুলিশ। গত পরশু চারজন রাজু মণ্ডলকে একটি সোনার টুকরো দিয়ে কিনতে বলেন। সাড়ে তিন হাজার টাকা দিয়ে কেনেন তিনি। তারপরেই আসে বড় টোপ। সোনার বিস্কুট দেখিয়ে চলে দামাদামি।

বিক্রি করিয়ে দেওয়ার জন্য চলে অনুরোধ। তার মাঝেই খড়্গপুরের একবারপুরের রাজু দু লক্ষ টাকা দিয়ে হাতে পান সোনার বিস্কুট। টাকা নিয়ে চম্পট দেয় চারজন। পরে বুঝতে পারেন সোনাটি নকল।তখনই পুলিশের দ্বারস্থ হন তারা। পুলিশ ঘটনার তদন্তে নেমে একজনকে আটক করেছে। বেলদা থানার বাবলপুর এলাকার পরেশ খাঁকারি নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চারজনের মধ্যে ইনিও ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।

Leave a Reply