ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের কাছে হারের পাঁচটি কারণ

[ad_1]

এশিয়া কাপে সুপার ফোরে ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারল। কোথায় ভুল করল ভারত? হারের পাঁচ কারণ বিশ্লেষণ করেছে প্রতিবেদক
এক, ১০ নম্বর থেকে ১৭ নম্বর ওভারে সে ভাবে রানই তুলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। শুধু ১৩ নম্বর ওভারে ১৩ রান ওঠে। বাকি সাত ওভারে রান একেবারেই ওঠেনি।

দুই, ভারতীয় মিডল অর্ডারের ব্যর্থতা। সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য রান পাননি। সূর্যকুমার ১৩, পন্থ ১৪ রান করেন। হার্দিক খাতাই খুলতে পারেননি।

তিন, হার্দিক পাণ্ড্য এবং যুজবেন্দ্র চহাল ভাল বল করতে পারেননি। তাঁদের আট ওভারে ৮৭ রান ওঠে। হার্দিক চার ওভারে ৪৪ রান দেন। চহালের চার ওভারে ওঠে ৪৩ রান।

চার, মহম্মদ রিজওয়ানের কাছে আবার ভারতীয় বোলারদের আত্মসমর্পণ। ৫১ বলে ৭১ রান করেন তিনি।

পাঁচ, মোক্ষম সময়ে আসিফ আলির ক্যাচ ফেলে দেন অর্শদীপ সিংহ। তখনও পাকিস্তানের ১৬ বলে ৩১ রান দরকার ছিল।

[ad_2]

Leave a Reply