ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে চালু হচ্ছে ৬ জোড়া স্পেশাল মেমু ট্রেন, রইল দিনক্ষণ, সময়সূচি

রাজ্যে চালু হচ্ছে ৬ জোড়া স্পেশাল মেমু ট্রেন, রইল দিনক্ষণ, সময়সূচি

[ad_1]

রাজ্যে চালু হচ্ছে ৬ জোড়া স্পেশাল মেমু ট্রেন, রইল দিনক্ষণ, সময়সূচি

নিজস্ব প্রতিবেদন : ১৫০ কোটির দেশে প্রতিদিন ৫০ লক্ষের বেশি মানুষ কেবলমাত্র ট্রেনেই যাতায়াত করে থাকেন। যে কারণে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে রেল পরিষেবাকে। গণপরিবহনের মেরুদণ্ড হওয়ায় রেল পরিষেবা কোনো কারণবশত স্তব্ধ হয়ে পড়লেই লক্ষ লক্ষ মানুষ সমস্যায় পড়েন।

করোনাকালে বহু ট্রেন বাতিল হওয়ার পর অধিকাংশ ট্রেন পুনরায় চালু হয়েছে। আর এবার ভারতীয় রেলের তরফ থেকে আরও একটি সুখবর দেওয়া হল। নতুন করে দক্ষিণ পূর্ব রেল ৬ জোড়া মেমু ট্রেন চালাতে চলেছে। এই সকল মেমু ট্রেনগুলি ঝাড়গ্রাম, খড়্গপুর, বেলদা, পুরুলিয়া, দিঘা, সাঁতরাগাছি লাইনে মেমু প্যাসেঞ্জার স্পেশাল হিসেবে চালানো হবে।

০৮০৬৯ সাঁতরাগাছি থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল : শনিবার এবং রবিবার বাদে প্রতিদিন ভোর ৫:৪০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং ঝাড়গ্রামে পৌঁছাবে সকাল ৮:৩০ মিনিটে। পরিষেবা শুরু হবে ৯ আগস্ট থেকে।

০৮০৭০ ঝাড়গ্রাম থেকে সাঁতরাগাছি মেমু প্যাসেঞ্জার স্পেশাল : ৯ অগস্ট থেকে শনিবার এবং রবিবার বাদে প্রতিদিন সকাল ৯:১০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ট্রেন ছাড়বে এবং বেলা ১২:১৫ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।

০৮০৬৫ খড়্গপুর থেকে বেলদা মেমু প্যাসেঞ্জার স্পেশাল : প্রতিদিন রাত ৯:৩০ মিনিটে খড়্গপুর থেকে ছাড়বে এবং রাত ১০:১৫ মিনিটে বেলদায় পৌঁছাবে। ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে পরিষেবা।

০৮০৬৬ বেলদা থেকে খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল : প্রতিদিন সকাল ৬ টায় বেলদা থেকে ছাড়বে এবং খড়্গপুরে পৌঁছাবে সকাল ৬:৫৫ মিনিটে। ১০ আগস্ট থেকে পরিষেবা শুরু হচ্ছে।

০৮০৪৯ খড়্গপুর থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল : আগামী ৮ আগস্ট থেকে পরিষেবা শুরু হতে চলেছে। রবিবার বাদে প্রতিদিন ভোর ৪:১০ মিনিটে খড়্গপুর থেকে ছাড়বে এবং ভোর ৫ টায় ঝাড়গ্রামে পৌঁছাবে।

০৮০৫০ ঝাড়গ্রাম থেকে খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল : রবিবার ছাড়া প্রতিদিন দুপুর ২:৩০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছাড়বে এবং দুপুর ৩:২৫ মিনিটে খড়্গপুরে পৌঁছাবে। আগামী ৮ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে।

০৮০১৫ খড়্গপুর থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল : শনিবার বাদে প্রতিদিন ভোর ৫:১০ মিনিটে খড়্গপুর থেকে ছাড়বে এবং ঝাড়গ্রামে পৌঁছাবে ভোর ৫:৫৫ মিনিটে। আগামী ৮ আগস্ট থেকে পরিষেবা শুরু হচ্ছে।

০৮০১৬ ঝাড়গ্রাম থেকে খড়্গপুর মেমু প্যাসেঞ্জার স্পেশাল : শনিবার বাদে প্রতিদিন রাত ৯:২০ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছাড়বে এবং খড়্গপুরে পৌঁছাবে রাত ১০:১০ মিনিটে। ৮ আগস্ট থেকে শুরু হচ্ছে পরিষেবা।

০৮৬৯৭ ঝাড়গ্রাম থেকে পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল : রবিবার বাদে প্রতিদিন ভোর ৫:০৫ মিনিটে ঝাড়গ্রাম থেকে ছাড়বে এবং সকাল ৯:২০ মিনিটে পুরুলিয়ায় পৌঁছাবে। আগামী ৮ আগস্ট থেকে পরিষেবা শুরু হবে।

০৮৬৯৮ পুরুলিয়া থেকে ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জার স্পেশাল : আগামী ৮ আগস্ট থেকে পরিষেবা শুরু হচ্ছে। রবিবার ছাড়া প্রতিদিন সকাল ১০ টায় পুরুলিয়া থেকে ট্রেন ছাড়বে এবং দুপুর ২:১৫ মিনিটে ঝাড়গ্রামে পৌঁছাবে।

০৮১৩৭ পাঁশকুড়া থেকে দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল : আগামী ৯ আগস্ট থেকে পরিষেবা শুরু হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা ৬:২০ মিনিটে পাঁশকুড়া থেকে ছাড়বে এবং দিঘায় পৌঁছাবে রাত ৮:৫০ মিনিটে।

০৮১৩৮ পাঁশকুড়া থেকে দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল : আগামী ৯ আগস্ট থেকে পরিষেবা শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ৬:৫০ মিনিটে দিঘা থেকে ছাড়বে এবং সকাল ৯:১৫ মিনিটে পাঁশকুড়ায় এসে পৌঁছাবে।

[ad_2]

Leave a Reply