ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ঝড় তোলা ৫টি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

ঝড় তোলা ৫টি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার
ঝড় তোলা ৫টি দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার
Rate this post

বর্তমান সময় যত এগোচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটারি চালিত গাড়ির চাহিদা। আপনি যদি এই মুহূর্তে ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভেবে থাকেন কিন্তু ভেবে উঠতে পারছেন না কোন কোম্পানির ইলেকট্রিক ভেহিকেল কিনবেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।

একটা ইলেকট্রিক স্কুটার কেনার সময় কেউ দেখেন সেটি ফুল চার্জে কতটা রেঞ্জ দেয়, দেখেন ব্যাটারি কেমন আবার কেউ ফিচারস বা লুকে সন্তুষ্ট হন। আজকে যে পাঁচটি ইলেকট্রিক স্কুটারের কথা বলতে চলেছি তার দামেও যেমন হবে সাধ্যের মধ্যে তেমনই রেঞ্জ ফিচারস উভয় দিক থেকেই মন মাতাবে আপনার।

Ather 450X :

এটি বর্তমানে অন্যতম জনপ্রিয় হাইটেক ফিচার সমৃদ্ধ একটি ইলেকট্রিক স্কুটার। এতে উপস্থিত রয়েছে ৩.৭ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং একটি ছয় কিলোওয়াট ইলেকট্রিক মোটর। যা ফুল চার্জে ১৪৬ কিলোমিটার রেঞ্জ প্রদানের সক্ষম। ভ্যারিয়েন্ট অনুযায়ী ই-স্কুটারটির দাম শুরু হচ্ছে ১.২৮ লক্ষ টাকা থেকে ১.৪৯ লক্ষ টাকা পর্যন্ত।

TVS iQube :

এতে উপস্থিত রয়েছে 5.1 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক যা ফুল চার্জে ১৪৫ কিলোমিটার রেঞ্জ প্রদানের সক্ষম। তিনটি ভ্যারিয়েন্টে উপলদ্ধ এগুলি দাম শুরু হচ্ছে 1.22 লক্ষ টাকা থেকে ১.৩৮ লক্ষ টাকা পর্যন্ত। যদিও টপ স্পেক ST স্ ট্রিমের দাম এখনো ঘোষণা করা হয়নি‌।

OLA S1/S1 PRO :

২০২২ সালেই OLA লঞ্চ করেছিল তাদের সবথেকে সস্তা ইলেকট্রিক স্কুটার S1 Air, এবার সেই সাফল্যে পর ও গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আরো নতুন নতুন ইলেকট্রিক স্কুটার সামনে এনেছে OLA. ওলা ইলেকট্রিকের S1 সিরিজের মডেল গুলি সৌখিনতার দিক দিয়ে যথেষ্ট এগিয়ে। OLA S1 উপস্থিত রয়েছে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ,যা ফুল চার্জে ১৪১ কিলোমিটার রেঞ্জ প্রদানের সক্ষম। S1 PRO তে উপস্থিত রয়েছে ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক ,যা ফুল চার্জে ১৮১ কিলোমিটার রেঞ্জ প্রদানের সক্ষম। এদের দাম যথাক্রমে 1.30 লক্ষ টাকা এবং ১.৪০ লক্ষ টাকা।

Bajaj Chetak :

আশি থেকে নব্বই দশকে ভারতীয় বাজারে মাত্র কয়েকটি পরিবহন নির্মাতা কোম্পানি ছিল যাদের মধ্যে অন্যতম ছিল Bajaj. বিশেষত সেই সময় Bajaj Chetak রমরমিয়ে ব্যবসা করেছিল। সেই সময় পেট্রোল চালিত স্কুটারের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ফের বাজারে লঞ্চ করা হয়েছে Bajaj Chetak তবে ই-স্কুটার ভার্সনে‌। এতে উপস্থিত রয়েছে ৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং একটি ৩.৮ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। ফুল চার্জে ইকো মোডে এটি ৯৫ কিলোমিটার ও স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার রেঞ্জ প্রদানের সক্ষম। এর বর্তমানে বাজার মূল্য ১.৪৪ লক্ষ টাকা।

Hero Vida V1 pro :

বর্তমানে ডিসকাউন্টসহ এটি ১.২৬ লক্ষ টাকায় পাওয়া যাচ্ছে। এতে উপস্থিত থাকছে ৩.৯৪ কিলোওয়াট আওয়ার রিমুভএবল ব্যাটারি প্যাক ছাড়া ফুল চার্জে ১৬৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। আর এতে রয়েছে ৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর।

Leave a Reply