ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতের নীরজের রেকর্ড ভেঙ্গে পাকিস্তানকে সোনা এনে দিলেন আর্শাদ নাদিম

ভারতের নীরজের রেকর্ড ভেঙ্গে পাকিস্তানকে সোনা এনে দিলেন আর্শাদ নাদিম

[ad_1]

এবারের কমনওয়েলথ গেমসে দ্বিতীয় স্বর্ণপদক পেল পাকিস্তান। আর্শাদ নাদিম জ্যাভলিন রেকর্ড ৯০ মিটার দূরত্ব অতিক্রম করেন। টোকিও অলিম্পিক্সে ভারতের নীরজ চোপড়ার ৮৯.৩ মিটারের রেকর্ড ভেঙে দিলেন এই পাকিস্তানি।

জ্যাভলিনে এই ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেনাডার অ্যান্ডর্সন পিটার্স দ্বিতীয় স্থান দখল করেন। তিনি অতিক্রম করেন ৮৮.৬৪ মিটার। আর্শাদ নাদিম নীরজ চোপরার করা রেকর্ড ভেঙে দিয়ে কমনওয়েলথে গেমসে পাকিস্তানকে সোনা এনে দেওয়ায় আর্শাদ নাদিমকে অভিনন্দন জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

উল্লেখ্য, কমনওয়েলথ গেমসে পাকিস্তান প্রথম পদক ১৯৬৬ সালে। ওই বছর পাকিস্তানকে রূপো এনে দিয়েছিলেন মোহম্মদ নাওয়াজ। পেয়েছিলেন রূপো।

সেটাও জ্যাভলিনে। আর চলতি কমনওয়েলথ গেমসে পাকিস্তান প্রথম সোনা পায় ভারোত্তলনে। ১০৫ কেজি বিভাগে নুহ দাসাগির বাট দেশকে প্রথম সোনা এনে দেন।

এবারের কমনওয়েলথ গেমস শুরু হওয়ার পর নুহ দাসাগির বাট এবং আর্শাদ নাদিম – এই দুইকে ঘিরে পাকিস্তানের পদক লাভের আশা ছিল ক্রমশ চওড়া হতে শুরু করে। দেশবাসীকে তারা হতাশ করেনি এই দুই এথলেট।

[ad_2]

Leave a Reply