[ad_1]
নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেসে সোমবার হাজিরা থাকার জন্য সিবিআই তলব করে অনুব্রত মণ্ডলকে। এই তলবের পর রবিবার দুপুরবেলা অনুব্রত মণ্ডলকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে দেখা যায়। কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেও প্রথম থেকেই ধোঁয়াশা ছিল সোমবার নিজাম প্যালেসে হাজির থাকবেন কিনা তা নিয়ে।
কারণ সিবিআই তলব পাওয়ার পর এর আগেও একাধিকবার এই একইভাবে অনুব্রত মণ্ডলকে তলব এড়াতে দেখা গিয়েছে। এবারও তলব এড়ানোর জন্য তিনি এসএসকেএম হাসপাতালে যান, যদিও সেখানে চিকিৎসকেরা তাকে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই জানান। এই ঘটনার পর সিবিআই তলব এড়ানোর কোন রাস্তা খোলা থাকল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সোমবার অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতাল পৌঁছান দুপুর ১২ টা নাগাদ। সেখানে আগে থেকেই তার জন্য কেবিন বুক করা ছিল। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের সেই কেবিনেই হয় তার স্বাস্থ্য পরীক্ষা। তবে স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়ে দেন, তাকে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। তার যে সমস্যাগুলি রয়েছে সেগুলি পুরাতন। সেজন্য নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে।
এই ঘটনার পর অর্থাৎ হাসপাতালে ভর্তি না করেই অনুব্রত মণ্ডলকে ছেড়ে দেওয়ার পর অনুব্রত মণ্ডল বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। যদিও ইতিমধ্যেই সিবিআই-এর একটি টিম তার কলকাতার চিনার পার্কের ফ্ল্যাটে গিয়ে তার খোঁজ চালান। তবে সেখানে তার দেখা মেলে নি। কারণ ততক্ষণে অনুব্রত মণ্ডল বোলপুরের বাড়ি ফেরার জন্য মাঝ রাস্তায়।
স্বাস্থ্য পরীক্ষা করানো এবং সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা না দিয়ে অনুব্রত মণ্ডল ঠিক সন্ধ্যা নাগাদ বোলপুরের নিজ বাসভবনে ফেরেন। সেখানে তিনি ফিরলে তাকে প্রশ্ন করা হয়, ‘দাদা শরীর কেমন আছে? দাদা…’ যদিও এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডলকে ‘টু’ শব্দ করতে দেখা যায়নি। কোন প্রতিক্রিয়া না দিয়েই অনুব্রত মণ্ডল নিজের বাড়িতে প্রবেশ করে যান।
[ad_2]