[ad_1]
নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ায় এখন হামেশাই হরেক রকম ভিডিও ভাইরাল হতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার যুগে বিভিন্ন সময় এই সকল নানান ধরনের ভিডিও আপলোড হয়ে থাকে। ভিডিওগুলি আপলোড হওয়ার পাশাপাশি আলাদাভাবে নজর কাড়ার কারণেই ভাইরাল হয়। সম্প্রতি সেই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা হাসির রোল তৈরি করেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও ভাইরাল হয় সেগুলি মূলত পশু-পাখিদের নানান কীর্তিকলাপ, খুদেদের নানান কীর্তিকলাপ, প্রতিভাবাণদের প্রতিভা ইত্যাদি। তবে এসবের মধ্যে যে সকল ভিডিও আলাদাভাবে নজর কাড়ে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে দেখা যায়।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, এক খুদে সাইকেল চালানোর সময় সাইকেল থেকে পড়ে যায়। সাধারণত প্রথম দিকে সাইকেল চালানোর সময় অনেকেই পাল্টে খেয়ে পড়তে দেখা যায়। তবে এইভাবে তারা পাল্টে খেয়ে পড়ার পর তাদের লজ্জায় পড়তে দেখা যায় অথবা কান্নাকাটি করতে দেখা যায়। কিন্তু এই খুদের এইভাবে নাচতে দেখা আলাদাভাবে নজর কেড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক খুদে তার মানানসই একটি ছোট সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় টাল সামলাতে না পেরে সে পড়ে যায়। পড়ে গিয়ে সে কাঁদবে কিনা! উপরন্তু প্রথমে একবার হাততালি দেয় আর তারপর নাচতে শুরু করে। স্বাভাবিকভাবেই ওই খুদের ভিডিও এখন সামাজিক মাধ্যমে নজর কেড়েছে।
Attitude Matters.🔥 pic.twitter.com/qJ6iVoOVVv
— Awanish Sharan (@AwanishSharan) July 28, 2022
অবনীশ শরন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি তিনি ক্যাপশনে লিখেছেন, ‘কখনও মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়’। অর্থাৎ এই ভিডিও সমাজে একটি বার্তাও দেয়। সেই বার্তা হল ‘সাফল্যের সঙ্গে সঙ্গেই ব্যর্থতাকেও এরকম ভাবে উদযাপন করতে হয়।’ কখনোই ভেঙ্গে পড়লেই চলবে না।
[ad_2]