ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ব্লুমবার্গের তালিকায় ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি

ব্লুমবার্গের তালিকায় ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি
ব্লুমবার্গের তালিকায় ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন মুকেশ আম্বানি

Bengaliportal: হারানো মুকুট ফিরে পেলেন মুকেশ আম্বানি। ব্লুমবার্গের তালিকায় ফের এশিয়ার ধনীতম ব্যক্তি হলেন তিনি। পিছনে ফেললেন পরিশ্রুত জলের বোতলের সংস্থার মালিক চিনা ধনকুবের ঝং শানশানকে। এই মুহূর্তে আম্বানির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার। ভারতীয় অর্থে তার পরিমাণ ৬.৬২ লক্ষ কোটি টাকা। তালিকায় দুইয়ে থাকা ঝংয়ের সম্পত্তির পরিমাণ সেখানে ৭ হাজার ৬০০ কোটি ডলার।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

এর আগে লাগাতার দু’বছর এশিয়ার ধনীতম ব্যক্তি ছিলেন আম্বানি। তাঁকে সিংহাসনচ্যুত করেন আলিবাবার মালিক চিনা ধনকুবের জ্যাক মা। এরপর আর শীর্ষস্থান ফিরে পাননি আম্বানি। অবশেষে ফের মসনদে রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার। সারা বিশ্বের তালিকায় গত আগস্টেও চার নম্বরে ছিলেন মুকেশ। কিন্তু মাত্র কয়েক মাসে বেশ কয়েক ধাপ নেমে যেতে হয়েছিল তাঁকে। আসলে রিলায়েন্সের শেয়ার দ্রুত পড়তে থাকায় কমে যায় আম্বানিদের মোট সম্পত্তির পরিমাণ। ফলে বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবেরদের সেরা দশ থেকে ছিটকে যেতে হয় তাঁকে।

গত আগস্টে ২৪,৭১৩ কোটি টাকার বিনিময়ে ‘ফিউচার গ্রুপ’-এর খুচরো ও পাইকারি ব্যবসা এবং লজিস্টিক্স ও ওয়্যারহাউজিং ব্যবসা কিনে নিয়েছিল রিলায়েন্স। সেই সময় সংস্থার শেয়ার দর ছুঁয়েছিল সর্বোচ্চ অবস্থান। কিন্তু এরপরই শুরু হয় শেয়ারের অবনমন। এর পিছনে রয়েছে মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের সঙ্গে রিলায়েন্সের ব্যবসায়িক সংঘাত। মুকেশ আম্বানির সংস্থার সঙ্গে ‘ফিউচার গ্রুপ’-এর চুক্তি নিয়েই আপত্তি আমাজনের। গত বছরই ‘ফিউচার কুপনসে’ প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। 

Leave a Reply