ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দুর্গাপুরে অ্যাডভেঞ্চার নিয়ে হাজির ‘এয়ার সাইকেল’

দুর্গাপুরে অ্যাডভেঞ্চার নিয়ে হাজির ‘এয়ার সাইকেল’
দুর্গাপুরে অ্যাডভেঞ্চার নিয়ে হাজির ‘এয়ার সাইকেল’
Rate this post

ঝুলন্ত অবস্থায় সাইকেল নিয়ে পেরিয়ে যান জলাশয়ের এপার থেকে ওপার। দুর্গাপুরে হাজির হয়েছে এয়ার সাইকেল। পর্যটকদের জন্য অ্যাডভেঞ্চার নিয়ে হাজির হয়েছে নতুন এই রাইড। মাত্র ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে চেপে অ্যাডভেঞ্চারের মজা নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত আপনি এই অ্যাডভেঞ্চার রাইডের মজা উপভোগ করতে পারবেন।

এয়ার সাইকেলে চাপার আগে সমস্ত রকম সেফটি গিয়ার নিতে হবে। মূলত সেফটি জ্যাকেট ব্যবহার করা বাধ্যতামূলক এবং একই সঙ্গে হেলমেট ব্যবহার করতে হবে। কারণ একটি তারের উপর ভরসা করে আপনি শূন্যে সাইকেল চালাবেন। বিপদ তো আর বলে আসে না। তাই সুরক্ষা ছাড়া এয়ার সাইকেলে চাপা উচিত হবে না। যদিও কথায় আছে, ভয়কে জয় করে গন্তব্যে পৌঁছতে হয়।

দুর্গাপুরের অন্যতম জনপ্রিয় জায়গা কুমারমঙ্গলমার্কে নতুন এই অ্যাডভেঞ্চার রাইডের ব্যবস্থা করা হয়েছে, এটি বেসরকারি সংস্থার পরিচালনায় গিয়ার সাইকেল এর রাইট উপভোগ করতে পারবেন আপনি যদিও সঙ্গে সংস্থার একজন কর্মী উপস্থিত থাকবেন আপনাকে সাহায্য করার জন্য পাশাপাশি সেফটি জ্যাকেট এবং হেলমেট দেওয়া হবে সংস্থার তরফ থেকেই ৮০ টাকার বিনিময়ে আপনি এয়ার সাইকেলে জলাশয়ের এপার থেকে ওপার যাওয়া এবং সেখান থেকে সাইকেল চালিয়ে ফিরে আসতে পারবেন।

Leave a Reply