[ad_1]
অল ইন্ডিয়া রেডিও -য় প্রচুর শূন্য পদে নিয়োগ – All India Radio Recruitment 2022: সম্প্রতি প্রসার ভারতীতে অল ইন্ডিয়া রেডিও চণ্ডীগড়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হিন্দ, হিন্দি এবং পঞ্জাবি ভাষায় নিউজ এডিটর এবং নিউজ রিডার কাম ট্রান্সলেটর পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রসার ভারতীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
All India Radio Recruitment 2022 আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং বর্তমানেও আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
All India Radio Recruitment 2022 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
অল ইন্ডিয়া রেডিও -য় প্রচুর শূন্য পদে নিয়োগ – All India Radio Recruitment 2022
সংস্থা | প্রসার ভারতী, অল ইন্ডিয়া রেডিও, চণ্ডীগড় |
পদের নাম | হিন্দ, হিন্দি এবং পঞ্জাবি ভাষায় নিউজ এডিটর এবং নিউজ রিডার কাম ট্রান্সলেটর |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | চণ্ডীগড়, পঞ্জাব |
কাজের ধরন | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | ৩০.০৯.২০২২ |
আবেদনের যোগ্যতা
নিউজ ডেস্ক পরিচালনা এবং প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। হিন্দি ও পঞ্জাবিতে নিউজ ডেক্স পরিচালনায় ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইউজি/পিজি বা জার্নালিজমে ডিপ্লোমা থাকতে হবে।
ভূমিকা ও দায়িত্ব
১. নিউজ ডেস্ক পরিচালনায় দক্ষ হতে হবে এবং ইংরেজি থেকে হিন্দি এবং পঞ্জাবি ভাষায় খবর অনুবাদে দক্ষ হতে হবে।
২. প্রাইমারি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপিং দক্ষতার জ্ঞান থাকা আবশ্যিক।
৩. খবর আসার সঙ্গে সঙ্গেই তা আপডেট করতে হবে।
৪. পঞ্জাবি, হিন্দি এবং ইংরেজি ভাষা জানতে হবে।
নিউজ রিডার কাম ট্রান্সলেটর (হিন্দি ও পঞ্জাবি)- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। হিন্দি এবং পঞ্জাবি ভাষায় দক্ষ হতে হবে। খবর সম্প্রচারের জন্য উপযুক্ত মানের ভয়েস থাকা আবশ্যিক। নিউজ ডেস্ক পরিচালনা এবং প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
ভূমিকা ও দায়িত্ব
১. ইংরেজি থেকে পঞ্জাবি/হিন্দিতে অনুবাদ এবং নিউজ বুলেটিন উপস্থাপনা।
২. প্রাইমারি কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং টাইপিং (হিন্দি এবং পঞ্জাবি) দক্ষতার জ্ঞান থাকা আবশ্যিক।
৩. পঞ্জাবি এনআরটি-র জন্য পঞ্জাবি/ইংরেজি এবং হিন্দি এনআরটি-র জন্য হিন্দি/ইংরেজি জানতে হবে।
All India Radio Recruitment 2022 আবেদনের পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে বায়োডেটা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্মতারিখ, সঙ্গে আধার নম্বর সহ প্রতিষ্ঠানের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, ‘The Head of the Regional News Unit, All India Radio, Sector 34 D, Chandigarh 160022’। ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের আগে আবেদনপত্র পাঠাতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করুন।
নির্বাচন পদ্ধতি
জানা গিয়েছে যে প্রার্থীদের লিখিত পরীক্ষা, এবং ভয়েস টেস্টের মাধ্যমে নির্বাচন করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
ভৌগোলিক যোগ্যতা
চণ্ডীগড়ে বসবাসকারী প্রার্থীরা এই পদে আবেদন করার যোগ্য। প্রার্থীদের লিখিত পরীক্ষা, এবং ভয়েস টেস্ট (শুধুমাত্র এনআরটি-র জন্য) নেওয়া হবে এবং সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন ফি
- প্রার্থীদের পরীক্ষার ফি হিসাবে ৩৫৪ টাকা (৩০০ + ১৮% জিএসটি) দিতে হবে। এসসি/ এসটি বিভাগের অন্তর্গত প্রার্থীদের ২৬৬ টাকা (২২৫ + ১৮% জিএসটি) দিতে হবে। প্রার্থীদের আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে।
- অনলাইন পেমেন্টের অ্যাকাউন্ট নম্বর- অ্যাকাউন্ট নম্বর: 11901238054, অ্যাকাউন্টের নাম: প্রসার ভারতী (বিসিআই) এআইআর চণ্ডীগড়, আইএফএসসি কোড: SBIN0008701।
[ad_2]