[ad_1]
APSC Fishery Development Officer & Allied Cadre under Fishery Department Recruitment 2022 – ফিশারি বিভাগে এফডিও পদে নিয়োগ এখনই আবেদন করুন
APSC Fishery Development Officer & Allied Cadre under Fishery Department Recruitment 2022: অসম পাবলিক সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফিশারি ডেভেলপমেন্ট অফিসার ও মৎস্য দফতরের অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন। সব মিলিয়ে মোট ৩২টি শূন্যপদ রয়েছে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আইসিএআর অনুমোদিত যে কোনও স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বি.এফ.এসসি অথবা ডি.এফ.এসসি অথবা এম.এসসি (ফিশারিস) পাশ হলে আবেদন করা যাবে।
আবেদন ফি: সাধারণ, ওবিসি ও ইডাব্লুউএস প্রার্থীদের আবেদন ফি ২৮৫.৪০ টাকা। অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৮৫.৪০ টাকা।
আবেদন পদ্ধতি
- প্রথমে অসম পিএসসির সরকারি ওয়েবসাইট apsc.nic.in এ যেতে হবে।
- সেখানে গিয়ে “Online Recruitment Portal” ক্লিক করতে হবে।
- এবার Apply Here” against FDO and Allied Cadre posts-এ ক্লিক করতে হবে।
- নাম নথিভুক্ত করে শূন্যপদের জন্য আবেদন করতে হবে। এবং যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে। ফর্ম জমা দিয়ে ভবিষ্যতে ব্যবহারের জন্য ফর্মের প্রিন্ট আউট রেখে দিন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
[ad_2]