মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ 2023 – Bardhaman Asha Worker Recruitment 2023: মহিলাদের কাজের জন্য বড় সুযোগ বর্ধমানে। বর্ধমানের বেশ কয়েকটি মহকুমায় প্রায় ২০০’র কাছাকাছি মহিলা কর্মী নিয়োগ করা হবে। মোট চারটি মহকুমায় বিভিন্ন সমষ্টি উন্নয়ন আধিকারিকের অধীনে নিয়োগ করা হবে আশা কর্মী। অন্যদিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে করা হবে নিয়োগ। আপনিও যদি চান এই পদে আবেদন করতে, তাহলে জেনে নিন বিস্তারিত।
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ 2023 – Bardhaman Asha Worker Recruitment 2023
বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন পদ্ধতি:
ফেব্রুয়ারির মাসের ১ তারিখে পূর্ব বর্ধমানের বিভিন্ন মহকুমায় আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশা কর্মী পদে আবেদন করতে হলে, অনলাইনে ফর্ম ডাউনলোড করতে হবে। আর আবেদনপত্র জমা করতে হবে বিডিও অফিসে।
পদ:
আশা কর্মী
মাসিক বেতন:
আশা কর্মী পদে যাদের নিয়োগ করা হবে, তাদের মাসে ৪ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদনের জন্য বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির ক্ষেত্রে এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ৪০ বছর। বয়স নির্ধারণ করা হবে ২০২৩ সালের ১ জানুয়ারি হিসেবে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা:
আশা কর্মী পদে আবেদনের জন্য আবেদন কারীকে মাধ্যমিক পাস করতে হবে। তবে উচ্চশিক্ষিতিরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু নিয়োগের সময় দেখা হবে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর।
আবেদনপত্র ডাউনলোডের লিংক: Click Here
আবেদনের শেষ তারিখ:
১৫.০২.২০২৩
সাব ডিভিশন অনুযায়ী শূন্যপদের সংখ্যা:
পূর্ব বর্ধমান জেলার নিয়োগ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১৭৪ টি শুন্য পদ রয়েছে আশা কর্মী নিয়োগের জন্য। সদর নর্থ, সদর সাউথ, কালনা এবং কাটোয়া – এই চারটি সাব ডিভিশনে নিয়োগ করা হবে আশা কর্মীদের।
সাব ডিভিশন অনুযায়ী মোট শূন্য পদ হল:
১. সদর নর্থ- ৭০ টি
২. সদর সাউথ- ৩৮ টি
৩. কালনা- ৪১ টি
৪. কাটোয়া- ২৩ টি
আবেদনের অন্যান্য শর্ত:
এ ক্ষেত্রে, আশা কর্মী পদে যারা আবেদন করবেন, তাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে অবিবাহিত মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না মহিলারা এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি:
এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে উপরে দেওয়া লিঙ্ক থেকে প্রথমে আবেদনের ফর্মটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর ফর্মের তিন নম্বর পাতায় প্রয়োজনীয় সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে আবেদনকারীকে। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টের প্রত্যায়িত নকল। এরপর ফিলাপ করা আবেদন পত্র এবং সমস্ত জেরক্সগুলি একটি ফর্মে ভরে জমা করতে হবে স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)’র কাছে।
আবেদনের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে:
১. মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট।
২. ভোটার কার্ড অথবা রেশন কার্ড
৩. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
৪. কাস্ট সার্টিফিকেট (SC, ST, OBC-দের ক্ষেত্রে)
৫. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
৬. বিধবা অথবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্নার সার্টিফিকেট অথবা নথিপত্র।
৭. ৫ টাকার ডাক টিকিট সহ আবেদনকারীর ঠিকানা লেখা খাম।