ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Barrackpore Cantonment LDC Recruitment 2023

Barrackpore Cantonment LDC Recruitment 2023
Barrackpore Cantonment LDC Recruitment 2023
Rate this post

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Barrackpore Cantonment LDC Recruitment 2023: পশ্চিমবঙ্গের ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে চলছে নিয়োগ। সমস্ত ক্যান্টনমেন্ট বোর্ড গুলি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি দপ্তর, অর্থাৎ এখানে যারা চাকরি পাবেন, তারা বেতন সহ বিভিন্ন সুবিধে কেন্দ্রীয় হারেই পাবেন। এখানে আবেদন করা যাবে ১৩ মার্চ, ২০২৩ পর্যন্ত। বেশ কয়েকটি পদে হবে নিয়োগ।

ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Barrackpore Cantonment LDC Recruitment 2023

যেসব পদে নিয়োগ হবে

(1) লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)
শূন্যপদের সংখ্যা- ১ টি (EWS)

(2) স্টেনোগ্রাফার (Stenographer)
শূন্যপদের সংখ্যা- ১ টি (UR)

(3) অ্যাসিস্ট্যান্ট টিচার (Assistant Teacher)
শূন্যপদের সংখ্যা- ১ টি (EWS)

যোগ্যতা (Qualification)

বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে।

(1) লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা- রাজ্যের যেকোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ।

বয়স সীমা- ২১ থেকে ৪০ বছরের মধ্যে যাদের বয়েস তারাই আবেদন করতে পারবেন। বয়েস হিসাব করতে হবে ১৩ মার্চ, ২০২৩ তারিখের হিসাবে।

কম্পিউটার দক্ষতা- লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য কম্পিউটারে দক্ষতা চাওয়া হয়েছে। কম্পিউটারে অন্তত ৬ মাসের একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার জন্য। সাথে, কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ ও হিন্দিতে ২৫ টি শব্দ টাইপ করতে পারতে হবে।

(2) স্টেনোগ্রাফার

শিক্ষাগত যোগ্যতা- i) রাজ্যের যেকোন অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ।
ii) ইংরেজিতে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ।

বয়স সীমা- ২১ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়েস তারাই আবেদন করতে পারবেন। বয়েস হিসাব করতে হবে ১৩ মার্চ, ২০২৩ তারিখের হিসাবে।

কম্পিউটার দক্ষতা- এই পদে আবেদন করার জন্য কম্পিউটারে দক্ষতা চাওয়া হয়েছে। কম্পিউটারে অন্তত ৬ মাসের একটি ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে আবেদন করার জন্য। সাথে, কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫ টি শব্দ টাইপ করতে পারতে হবে।

(3) অ্যাসিস্ট্যান্ট টিচার

শিক্ষাগত যোগ্যতা- নূন্যতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে ২ বছরের ডি.এল.এড কোর্স পাস করে থাকতে হবে। অথবা, নূন্যতম ৪৫ শতাংশ নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশের সাথে ৪ বছরের বি.এল.এড কোর্স পাস করে থাকতে হবে। এসবের সাথে TET / CTET (Primary) পাশ করে থাকতে হবে।

বয়স সীমা- ২১ থেকে ৩০ বছরের মধ্যে যাদের বয়েস তারাই আবেদন করতে পারবেন। বয়েস হিসাব করতে হবে ১৩ মার্চ, ২০২৩ তারিখের হিসাবে।

বেতন (Salary)

(1) লোয়ার ডিভিশন ক্লার্ক- এই পদের জন্য মূল বেতন ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা এবং গ্রেড পে ২,৬০০/- টাকা।

(2) স্টেনোগ্রাফার- এই পদের জন্য মূল বেতন ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা এবং গ্রেড পে ৩,৬০০/- টাকা।

(3) অ্যাসিস্ট্যান্ট টিচার- এই পদের জন্য মূল বেতন ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা এবং গ্রেড পে ৩,৬০০/- টাকা।

আবেদন পদ্ধতি (Application Process)

কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে।
আবেদন করার জন্য ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.cbbarrackpore.org টি ভিজিট করে আবেদন করুন। আবেদন করার শেষ তারিখ ১৩ মার্চ, ২০২৩ পর্যন্ত।

আবেদন ফি

শুধুমাত্র স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ১০০০/- টাকা জমা দিতে হবে। ফি জমা দিতে হবে অনলাইনে। অন্য দুটি পদের জন্য কোনো আবেদন ফি নেই।

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় যেসব ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে, তা হল-

১) ফটো আইডেন্টিটি প্রুফ (পাসপোর্ট/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ আধার কার্ড)।
২) বয়েসের প্রমাণ (মাধ্যমিকের এডমিট কার্ড/ জন্ম সার্টিফিকেট)।
৩) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
৪) সংরক্ষিত শ্রেণি ভুক্ত প্রার্থী (যদি প্রযোজ্য হয়)
৫) শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র।
৬) যেসব প্রার্থীরা বর্তমানে কর্মরত তাদের ক্ষেত্রে NOC সার্টিফিকেট।

Important Link

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply