Bengaliportal: ভোট কিনতে রাতের অন্ধকারে টাকা বিলি করছে বিজেপি। ওন্দার সভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি দিলেন, টাকা বিলিতে জড়িতদের হাতেনাতে ধরিয়ে দিতে পারলে পুরস্কারস্বরূপ চাকরি দেবেন তিনি। মু্খ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। ফলে জোরকদমে প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলি। বুধবার বাঁকুড়ায় মোট তিনটি সভা করেন তৃণমূল সুপ্রিমো। প্রতিক্ষেত্রেই তাঁর নিশানায় ছিল বিজেপি। এদিন ওন্দার সভা থেকে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, “রাতের অন্ধকারে টাকা বিলি করা হচ্ছে।” সভায় উপস্থিতদের উদ্দেশ করে বলেন, “মা বোনেদের বলছি, কে বা কারা টাকা বিলি করছে সেদিকে নজর রাখুন।” এরপরই মমতা প্রতিশ্রুতি দেন, যারা অভিযুক্তদের ধরিয়ে দিতে পারবেন তাদের চাকরি দেওয়া হবে। ভোটের মুখে তৃণমূল নেত্রীর এই আশ্বাস উসকে দিয়েছে বিতর্ক। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন বিরোধীরা
আরও পড়ুন: চাকরি না পাওয়ায় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় শুয়ে বিক্ষোভে সামিল এসএসসি চাকরি প্রার্থীরা