[ad_1]
বিএসএফ হেড কনস্টেবল পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এখনই আবেদন করুন – BSF Head Constable Recruitment 2022 Apply Now
BSF Head Constable Recruitment 2022: গোটা দেশেই কর্মসংস্থানের আকাল চলছে। এই অবস্থায় চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। সীমান্ত রক্ষী বাহিনী বা বিএসএফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হেড কনস্টেবল (আরও) এবং হেড কনস্টেবল (আরএম) পদে নিয়োগ করা হবে। হেড কনস্টেবল (আরও) পদে ৯৮২ টি এবং হেড কনস্টেবল (আরএম) পদে ৩৩০টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর।
BSF Head Constable Recruitment 2022 বয়স:
সব পদের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
BSF Head Constable Recruitment 2022 বেতন:
সব পদের ক্ষেত্রেই ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা বেতন পাওয়া যাবে।
BSF Head Constable Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা:
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। এছাড়াও রেডিও ও টেলিভিশন অথবা ইলেক্ট্রনিক্স বা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়ার পদে কর্মী আইটিআই কোর্স করে থাকতে হবে। এছাড়া শারীরিক মাপজোকের বেশ কিছু নিয়ম রয়েছে। তা বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।
BSF Head Constable Recruitment 2022 আবেদন ফি:
১০০ টাকা। সংরক্ষিত ও মহিলাদের বেলায় কোনও আবেদন ফি লাগবে না।
BSF Head Constable Recruitment 2022 নির্বাচন পদ্ধতি:
লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও ডিটেকশন টেস্টের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। এবং শেষে মেডিক্যাল পরীক্ষা হবে।
- বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
[ad_2]