ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বন্যার জলের স্রোত, ছোট ভাবে নেবেন না, হতে পারে আস্ত বাসটির মত পরিণতি

বন্যার জলের স্রোত, ছোট ভাবে নেবেন না, হতে পারে আস্ত বাসটির মত পরিণতি

[ad_1]

বন্যার জলের স্রোত, ছোট ভাবে নেবেন না, হতে পারে আস্ত বাসটির মত পরিণতি

নিজস্ব প্রতিবেদন : বর্ষা এসে গিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। তবে বর্ষা এলেও এখনো অধিকাংশ জায়গায় সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। অধিকাংশ জায়গায় আবার যেমন বৃষ্টির দেখা মেলেনি সেই রকমই বেশ কিছু জায়গায় অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় এই দু’রকম অবস্থার কারণে রীতিমতো নাজেহাল নাগরিকরা।

বর্ষার সময় নদী-নালার জল উপচে উঠলে দেখা যায় সেই জল ভাসা ব্রিজ বা রাস্তাঘাটের উপর দিয়ে বইছে। বহু ক্ষেত্রেই রাস্তা পারাপারকারীদের এই জলকে তোয়াক্কা করতে দেখা যায় না। তারা জলের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু এই রকম পরিস্থিতিতেই ঘটে যেতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা।

বন্যার জলের স্রোত তীব্র হতে পারে তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি না দেখলে টের পাওয়া মুশকিল। বন্যার জলের স্রোতের তীব্রতা একটি আস্ত বাসকে টেনে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই স্রোতকে তোয়াক্কা না করলে অন্যান্য সাধারণ যানবাহন অথবা মানুষদের ক্ষেত্রে কি পরিণতি হতে পারে তা আশা করি উপলব্ধি করা যায়।

সম্প্রতি উত্তরাখণ্ডের চাম্পাওয়াত জেলার তানকপুরে বন্যার জলে যখন একটি ভাসা ব্রীজ ভাসছে সেই সময় তার উপর দিয়ে একটি স্কুল বাস যাওয়ার চেষ্টা করে। বাসটি ব্রিজের উপর ওঠার পর বুঝতে পারে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। সেই মুহূর্তে বাসটি মাঝ পথে দাঁড়িয়ে যায়। তারপর দেখা যায় আস্তে আস্তে জলের টান বাসটিকে টেনে নামিয়ে দেয়। তারপরেই উল্টে যায় ওই বাসটি।

তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। চালক ঠিকঠাক থাকার পাশাপাশি সেই সময় ওই স্কুল বাসটিতে কোন পড়ুয়া ছিল না। এখন যদি ওই বাসটিতে পড়ুয়ারা থাকতো তাহলে কত বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হতে তাদের। সুতরাং এমন বন্যার জলের স্রোতকে তুচ্ছ ভাবার আগে দশবার ভাবতে হবে।



[ad_2]

Leave a Reply