ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অবশেষে শুরু হতে চলেছে করোনার পরীক্ষামূলক টিকাকরণ কর্মসূচি

অবশেষে শুরু হতে চলেছে করোনার পরীক্ষামূলক টিকাকরণ কর্মসূচি
অবশেষে শুরু হতে চলেছে করোনার পরীক্ষামূলক টিকাকরণ কর্মসূচি
Rate this post

Bengaliportal: করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগের জন্য পঞ্জাবকে বেছে নিল কেন্দ্র। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিংহ সিধু জানিয়েছেন, আগামী ২৮ এবং ২৯ ডিসেম্বর টিকাকরণ কর্মসূচি শুরু হবে। লুধিয়ানা এবং শহিদ ভগৎ সিংহ নগরে ওই দু’দিন টিকাকরণ কর্মসূচি চলবে।  

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বলবীর জানান, টিকা দেওয়ার মতো প্রস্তুতি এবং পরিকাঠামো আছে কি না, এবং যাতে চূড়ান্ত পর্যায়ে টিকা দেওয়ার আগে কোনও রকম সমস্যার মুখে পড়তে না হয়, সে জন্য এই পরীক্ষামূলক টিকা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, যে জায়গায় এই কর্মসূচি চালানো হবে তার তত্ত্বাবধানে থাকবেন জেলাশাসক অথবা ম্যাজিস্ট্রেট। এই কর্মসূচি চালাতে সহযোগিতা করবে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুধু পঞ্জাব নয়, আরও তিনটি রাজ্য— অন্ধ্রপ্রদেশ, গুজরাত এবং অসমেও এই পরীক্ষামূলক টিকাকরণ কর্মসূচি চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply