গোলাপ জল আমাদের কাছে প্রচলিত একটি জিনিস।গোলাপ জলে নানা উপকারী উপাদান থাকায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের জেল্লাও ফেরাতে পারে এটি ম্যাজিকের মতো। গোলাপ জল ব্যবহারের নির্দিষ্ট নিয়ম আছে।
মুখ ক্লিনজিং করার পরে একটি কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে মুখে লাগিয়ে ফেলুন।গোলাপ জল ফেসিয়াল স্প্রেও হিসেবে ব্যবহার করলে গরমকালে মুখের জন্যে খুবই উপকারী। একটা পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে তার সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে তৈরি করতে পারেন ফেসপ্যাক। সপ্তাহে ২ বার ব্যবহার করুন।