আসন্ন পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দাবি জানিয়ে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এবার ভোট কর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভ দেখালো সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার বাঁকুড়া খ্রীশ্চান কলেজ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মঞ্চের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
সংগ্রামী যৌথ মঞ্চের বাঁকুড়া জেলা কমিটির পক্ষে শ্যামল কর্মকার বলেন, আমরা প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করার দাবি জানাচ্ছি। বিগত দিনের অভিজ্ঞতা আমাদের মোটেই সুখকর নয়, রাজকুমার রায় নামে এক ভোট কর্মী এর আগে খুন হয়েছেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট পরিচালনা না করা হলে তাঁরা কেউই ভোট কেন্দ্রে যাবেননা বলেও তিনি স্পষ্টতই জানিয়ে দেন।