[ad_1]
নিজস্ব প্রতিবেদন : দিন দিন স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহার বেড়ে চলার কারণে নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপলোড হওয়া এই সকল নতুন নতুন ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের বিনোদনের অন্যতম রসদ। এই সকল ভিডিও সোশ্যাল মিডিয়ার দর্শকদের আলাদাভাবে নজর কাড়ার কারণে দ্রুত ভাইরাল হয়।
সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও আপলোড হওয়ার পর তাড়াতাড়ি ভাইরাল হয় সেই সকল ভিডিওর মধ্যে দেখা যায় কোন না কোন নতুনত্ব রয়েছে। যেমন খুদেদের প্রতিভা, পশুপাখিদের খুনসুটি, নতুন নতুন কিছু উপায় দেখানো ইত্যাদি। আপলোড হওয়া ভিডিওগুলির মধ্যে কিছু নতুনত্বের দেখা মিললেই দর্শকরা তাতে মজে থাকেন।
সেই রকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর ভাইরাল হয়েছে। যে ভিডিওটি একটি ঘোড়া এবং একটি কুকুরের। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি কুকুর একটি ঘোড়ার পিঠে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। দেখে যেন মনে হচ্ছে, কুকুরটি শহর ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ার পর আর হাঁটতে না পেরে ঘোড়ার পিঠে সাওয়ারি হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের ঘোড়া ছুটতে ছুটতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলেছে। তার পিঠে যেখানে মানুষ বসে থাকার কথা সেই জায়গায় বসে রয়েছে একটি কুকুর। দিব্যি এই ভাবেই তারা দুজনে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে। এমনকি দেখে মনে হবে, যেন ওই কুকুরটিই ঘোড়াটিকে কন্ট্রোল করছে।
Paw patrol..🐕🐾🏇😅 pic.twitter.com/SaeOh8Y8UQ
— o̴g̴ (@Yoda4ever) July 16, 2022
বলিউডের ওয়েলকাম সিনেমায় অনিল কাপুর অর্থাৎ থুরি মজনু ভাইকে দেখা গিয়েছিল ঘোড়ার উপর একটি গাধাকে দাঁড় করিয়ে একটি ছবি আঁকতে। যে ছবির নাম দেওয়া হয়েছিল ‘রকিং হর্স’। তবে এবার গাধা না হলেও কুকুরকে ঘোড়ার পিঠে এইভাবে চড়তে দেখে সেই ওয়েলকাম সিনেমার কথায় মনে পড়ে যাচ্ছে।
[ad_2]