ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্ডিয়ান আর্মির গ্রুপ সি পদে স্থায়ী কর্মী নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ

ইন্ডিয়ান আর্মির গ্রুপ সি পদে স্থায়ী কর্মী নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ
ইন্ডিয়ান আর্মির গ্রুপ সি পদে স্থায়ী কর্মী নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ
Rate this post

Bengaliportal: ইন্ডিয়ান আর্মির মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে গ্রুপ সি পদে স্থায়ী কর্মী নিয়োগ যোগ্যতা মাধ্যমিক পাশ। এক্ষেত্রে ক্লিনার, কুক সহ মোট চারটি পোষ্টে নিয়োগ করা হবে।

পোষ্ট গুলির নামঃ

সিভিল মোটর ড্রাইভার
ক্লিনার
কুক
সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাকটার

বেতনঃ

1) সিভিল মোটর ড্রাইভার

বেতন- প্রতি মাসে 19,900 টাকা

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে ভারী এবং হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

শুন্যপদ- 42 টি

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

2) পোষ্টের নাম- ক্লিনার


বেতন- প্রতি মাসে 18,000 টাকা


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ করা থাকলে এই পোষ্টের জন্য আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে কাজের দক্ষতা থাকতে হবে।


শুন্যপদ- 40 টি


(3) পোষ্টের নাম- কুক


বেতন- প্রতি মাসে 19,900 টাকা


শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ এবং ভারতীয় রান্না করতে জানতে হবে।


শুন্যপদ- 15 টি

(4) পোষ্টের নাম- সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাকটার

বেতন- প্রতি মাসে 19,900 টাকা

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে। ক্যাটারিং এর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট থাকতে হবে।

শুন্যপদ- 3 টি

বয়সসীমাঃ

প্রতিটি পোষ্টের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 18-25 বছরের মধ্যে হতে হবে। ST, SC শ্রেনিরা বয়সের ক্ষেত্রে 5 বছরের এবং OBC রা 3 বছরের ছাড় পাবে।

আবেদনের মাধ্যমঃ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতিঃ

অফিসিয়াল নোটিশের তিন নম্বর পেজে একটি আবেদন করার ফর্ম রয়েছে। তাই প্রথমে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে আবেদন করার ফর্মটি ফিল আপ করতে হবে। তারপর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিয়ে একটি ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ
The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South)2 ATC, Agram post,- Bangalore-07.

Leave a Reply