ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গরিবদের জন্য মাত্র ১ টাকায় ভরপেট খাবার তুলে দিতে অভিনব ক্যান্টিন গম্ভীরের

গরিবদের জন্য মাত্র ১ টাকায় ভরপেট খাবার তুলে দিতে অভিনব ক্যান্টিন গম্ভীরের
গরিবদের জন্য মাত্র ১ টাকায় ভরপেট খাবার তুলে দিতে অভিনব ক্যান্টিন গম্ভীরের
Rate this post

Bengaliportal: মাত্র এক টাকা। তার বিনিময়েই মিলবে পেটভরা স্বাস্থ্যকর খাবার! এর আগেও এই ধরনের একটি ক্যান্টিন খুলেছিলেন গৌতম গম্ভীর। এবার ফের আরও একটি ক্যান্টিনের সূচনা করলেন ক্রিকেট থেকে রাজনীতির আঙিনায় আসা দিল্লির বিজেপি সাংসদ। জানিয়ে দিলেন, এটি একটি ক্যান্টিন মাত্র নয়, একটা আন্দোলন। ক্ষুধার্তদের পেট ভরানোর আন্দোলন।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

পূর্ব দিল্লির নিউ অশোকনগরের এই অভিনব সস্তা ক্যান্টিনের নাম ‘জন রসুই’। এর আগে গত ডিসেম্বরে গান্ধীনগর মার্কেটে এমনই আরও একটি ক্যান্টিন খোলা হয়েছিল। এখনও পর্যন্ত সেখানে ৫০ হাজার মানুষ ভরপেট খাবার পেয়েছেন বলে গম্ভীরের অফিসের সূত্রে জানানো হয়েছে। মঙ্গলবার ‘জন রসুই’য়ের সূচনা করতে গৌতম গম্ভীরের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পাণ্ডা ও দলের দিল্লি শাখার সভাপতি আদেশ গুপ্তা। এদিন সকলের সঙ্গে খাবার চেখে দেখেন গম্ভীরও।

বরাবরই স্পষ্টবক্তা বলে পরিচিত প্রাক্তন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান। এদিনও তিনি সরাসরি বলেন, ”আমি ধরনায় বসতে বা কোনও নাটুকেপনায় অংশ নিতে রাজনীতিতে আসিনি। আমার লক্ষ্য সত্যিকারের পরিবর্তন আনা। আর সেটা আমি করতে শুরু করেছি।” তিনি সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষদের পাশে দাঁড়াতে চান বলে দাবি করেন গম্ভীর। মনে করিয়ে দেন খাদ্য মানুষের প্রাথমিক চাহিদা। অথচ বহু মানুষ সেটাই পান না। সেই কারণেই এক টাকার ‘টোকেন’ অর্থের বিনিময়ে এহেন ক্যান্টিনের পরিকল্পনা। একসঙ্গে ৫০ জন এখানে বসে খেতে পারবেন।

Leave a Reply