বিশ্বে দুই ধরনের বিমান পরিবহন ব্যবস্থা বর্তমানে চালু আছে। একটি হল সামরিক বিমান পরিবহন এবং অন্যটি হল অসামরিক বিমান পরিবহন। ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন সংস্থা সম্প্রীতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম- Air Worthiness Officerমোট শূন্যপদ- ৮০ টি। (SC- ৬ টি, ST- ৩ টি, OBC- ২৪ টি, EWS- ১১ টি, UR- ৩৬ টি।)শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যা বা গণিতে স্নাতক ডিগ্রি অথবা বিমান রক্ষণাবেক্ষণ, অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি– আবেদনকারীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। আবেদন করার জন্য কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট www.upsconline.nic.in এ ভিজিট করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন জানানোর সময় জরুরী কাগজপত্র গুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। আবেদন করার সময় আবেদনকারীদের নিজের বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে।
মাসিক বেতন– কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের লেভেল ১০ পে ম্যাট্রিক্স অনুযায়ী এই পদের বেতন প্রদান করা হবে।বয়সসীমা- এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন ফি- তপশিলি জাতিভুক্ত আবেদনকারী, প্রতিবন্ধী আবেদনকারী এবং মহিলা আবেদনকারীদের কোন আবেদন কি জমা করতে হবে না। অন্যান্য আবেদনকারীদের এককালীন ২৫/- টাকা জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ– ১৩ জুলাই, ২০২৩