ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

টলিউডে দেবের ১৫ বছর পূর্তি অনুরাগীদের বিশেষ উপহার দিল হইচই

দলবদলের জল্পনার মাঝেই তৃণমূলের হয়ে ভোট প্রচারে নামলেন ঘাটালের তারকা সাংসদ দেব
দলবদলের জল্পনার মাঝেই তৃণমূলের হয়ে ভোট প্রচারে নামলেন ঘাটালের তারকা সাংসদ দেব

Bengaliportal: ২০০৫ সালে টলিউডে অভিষেক হয়েছিল এক নতুন মুখের। বিপরীতে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ছিল ‘অগ্নিপথ’। উঠতি সেই নায়ককে নিয়ে মস্করা কম হয়নি দর্শকদের মধ্যে। অভিনয় বা সংলাপ বলা নিয়ে শুনতে হয়েছিল অনেক কথা। তারপর বিরতি ২ বছরের। ২০০৭-এ তিনি এলেন, দেখলেন এবং জয় করে নিলেন সিনেপ্রেমীদের মন। ছবির নাম ‘আই লাভ ইউ’। নেপথ্য নায়ক দীপক অধিকারী ওরফে দেব।

কাট টু ২০২১। এখন জনমুখে দেব শুধু আবেগ নয়, মানুষের পাশে থাকার, মানবিকতার, রাজনীতিতে শ্রদ্ধার অন্যতম মুখ। দেখতে দেখতে ১৫টা বছর বাঙালি তথা বঙ্গবাসীর ঘরে ঘরে, মনের অন্দরে জায়গা করে নিয়েছেন দেব।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

মঙ্গলবারও তিনি ব্যস্ত ছিলেন ‘গোলন্দাজ’ ছবির শুটিং-এ। শেষ দিনের শুটিংয়ের পর আবেগপ্রবণ হয়ে পড়েন দেব। বাংলা ছবির দুনিয়ায় সম্পূর্ণ হয়েছে তাঁর ১৫ বছরের জন্মদিন। টুইটারে পুরনো কথা আরও একবার মনে করেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় এই নায়ক।

পুরনো স্মৃতি উস্কে সোশ্যাল মিডিয়ায় দেব লিখেছেন, ১৫ বছরের কেরিয়ারে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র ছিল গোলন্দাজে অভিনয়। এই ছবির জন্য শারীরিক অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। আশা প্রকাশ করেছেন, সবারই এই ছবি ভাল লাগবে।

রুপোলি পর্দায় দেবের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে এবার ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ের নতুন উদ্যোগ। তাঁর অভিনীত ‘কবীর’, ‘ককপিট’, ‘চ্যাম্প’ ও ‘হইচই’ ছবিগুলি ওয়েব প্ল্যাটফর্মে নিয়ে আসছে ‘হইচই’। ২৪-২৭ ফেব্রুয়ারি চারদিনে চারটে ছবি সামনে আসবে দর্শকদের। এই উদ্যোগ নিয়ে উৎসাহী দেবও।

Leave a Reply