ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Post Office-এ অনলাইনে এই পদ্ধতিতে অর্ডার করুন তেরঙ্গা, দাম মাত্র ২৫ টাকা

Post Office-এ অনলাইনে এই পদ্ধতিতে অর্ডার করুন তেরঙ্গা, দাম মাত্র ২৫ টাকা
Rate this post

[ad_1]

Post Office-এ অনলাইনে এই পদ্ধতিতে অর্ডার করুন তেরঙ্গা, দাম মাত্র ২৫ টাকা

নিজস্ব প্রতিবেদন : স্বাধীনতার ৭৫ বর্ষ এবং ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশজুড়ে পালন করা হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। এই শুভলগ্নে আগামী ১৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আবেদন রেখেছেন বাড়িতে বাড়িতে তেরঙ্গা উত্তোলনের।

ইতিমধ্যেই এই তেরঙ্গা উত্তোলনের জন্য তৎপরতা শুরু হয়েছে দেশজুড়ে। পোস্ট অফিসে মাত্র ২৫ টাকায় দেওয়া হচ্ছে তেরঙ্গা। সেই তেরঙ্গা কেনার জন্য এমনিতেই ভিড় জমতে দেখা যাচ্ছে বিভিন্ন পোস্ট অফিসের শাখায়। তবে পোস্ট অফিসে না গিয়েও অনলাইনে পোস্ট অফিসের এই ২৫ টাকার তেরঙ্গা অর্ডার করা যেতে পারে।

অনলাইনে ২৫ টাকার পোস্ট অফিসের তেরঙ্গা অর্ডার করার জন্য https://www.epostoffice.gov.in/Home/Login ওয়েবসাইটে গ্রাহকদের যেতে হবে এবং সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। রেজিস্টার করার জন্য এই পেজে থাকা Register অপশনে ক্লিক করে নিজের নাম, ইমেল, মোবাইল নম্বর দিতে হবে এবং একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে।

অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর https://www.epostoffice.gov.in/Home/Login পেজে গিয়ে নিজের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন হয়ে যাওয়ার পর গ্রাহকদের ‘Search Products’ নামে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে National Flag of India লিখে সার্চ করলেই ২৫ টাকা দামের তেরঙ্গা দেখাবে।

এরপর সেই তেরঙ্গা আপনি যতগুলি নিতে চান তা বেছে নিয়ে ADD TO CART করতে হবে এবং নিজের বাড়ির ঠিকানা দিয়ে অর্ডার করে দিতে হবে। এই অর্ডার করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে ভারতের জাতীয় পতাকা।

[ad_2]

Leave a Reply