[ad_1]
নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের যে সকল পর্যটন কেন্দ্রগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো দীঘা। বছরের অধিকাংশ সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমন হয় এই সমুদ্র সৈকতে। বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আগমনের কারণে হোটেল সহ অন্যান্য ক্ষেত্রে যেমন দীঘায় চাহিদা চরম, ঠিক তেমনি আবার যাতায়াতের ক্ষেত্রেও ট্রেনের চাহিদা থাকে তুঙ্গে।
দীঘা ভ্রমণের ক্ষেত্রে ট্রেনের চাহিদা যখন ব্যাপক সেই সময় ভারতীয় রেলের তরফ থেকে ভ্রমণপিপাসুদের একটি সুখবর দেওয়া হল। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেল পুনরায় চালু হলো কান্ডারী এক্সপ্রেস। পুরাতন জনপ্রিয় এই ট্রেনটি পুনরায় চালু করার পাশাপাশি অন্য রুটে আরও তিন জোড়া ট্রেন চালু করা হবে বলে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে।
২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস : প্রতিদিন দুপুর ২:২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এবং বিকেল ৫:৫০ মিনিটে দিঘায় পৌঁছাবে।
২২৮৯৮ দিঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস: প্রতিদিন সন্ধ্যা ৬:২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে এবং রাত ৯:৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে।
অন্য যে তিনটি ট্রেন চালু হতে চলেছে সেই ট্রেন তিনটি হল
১৮০০৯ সাঁতরাগাছি আজমেঢ় এক্সপ্রস : আগামী ৫ অগস্ট থেকে প্রতি শুক্রবার দুপুর ১ টায় সাঁতরাগাছি থেকে ছাড়বে। তৃতীয় দিন ভোর ৪ টে ৫৫ মিনিটে আজমেঢ় পৌঁছাবে।
১৮০১০ আজমেঢ় সাঁতরাগাছি এক্সপ্রেস : ৭ অগস্ট থেকে পরিষেবা শুরু হবে। প্রতি রবিবার রাত ১১:৩০ মিনিটে আজমেঢ় থেকে ছাড়বে। তৃতীয় দিন দুপুর ২:৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।
২০৮২৮ সাঁতরাগাছি জব্বলপুর হামসফর একপ্রেস : ৩ অগস্ট থেকে চলবে এই ট্রেনটি। প্রতি বুধবার রাত ৮:৩৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে এবং জব্বলপুরে পৌঁছাবে পর দিন দুপুর ৩ টেয়।
২০৮২৭ জব্বলপুর সাঁতরাগাছি হামসফর একপ্রেস : ৪ অগস্ট থেকে শুরু হবে। প্রতি বৃহস্পতিবার রাত ৮:৩৫ মিনিটে জব্বলপুর থেকে ছাড়বে। পরদিন দুপুর ৩:৩০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।
২২৮৩০ শালিমার ভূজ এক্সপ্রেস : আগামী ৬ অগস্ট থেকে শুরু হবে। প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে রাত ৮:২০ মিনিটে এবং তৃতীয় দিন দুপুর ২:৪৫ মিনিটে ভূজে পৌঁছাবে।
২২৮২৯ ভূজ শালিমার এক্সপ্রেস : প্রতি মঙ্গলবার ভূজ থেকে দুপুর ৩:০৫ মিনিটে ছাড়বে। তৃতীয় দিন সকাল ৯:৩০ মিনিটে শালিমারে পৌঁছাবে।
[ad_2]