ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সিন্ধুর জল বণ্টন নিয়ে ফের মুখোমুখি আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান

সিন্ধুর জল বণ্টন নিয়ে ফের মুখোমুখি আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান
সিন্ধুর জল বণ্টন নিয়ে ফের মুখোমুখি আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান

Bengaliportal: সিন্ধুর জল বণ্টন নিয়ে আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার থেকে দিল্লিতে শুরু হবে এই বৈঠক। চলবে বুধবার পর্যন্ত। ২ বছর পরে আলোচনায় বসতে চলেছে ২ দেশ। সিন্ধুর জল বণ্টন নিয়ে ২ দেশের আধিকারিকরা নিজেদের মতামত জানাবেন এই বৈঠকে।

পাকিস্তান জানিয়েছে, পার্মানেন্ট ইন্ডাস কমিশনের ১১৬তম বৈঠকে যোগ দিতে ও জল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তাদের প্রতিনিধি দল ভারতে আসছে। লাদাখে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে ভারত। এই সব প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান। সেই বিষয়েও আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধরী বলেন, ‘‘চুক্তির আওতায় অনেক বিষয় রয়েছে। যেমন পাকাল দুল ও লোয়ার কালনাই হাইড্রোইলেকট্রলিক প্ল্যান্ট নিয়ে আগেই আমরা আমাদের আপত্তি জানিয়েছি। সেই সব বিষয় নিয়ে এ বার মুখোমুখি আলোচনা হবে।’’

এই বৈঠকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন সে দেশের সিন্ধু জল বণ্টন প্রকল্পের কমিশনার মহম্মদ মেহের আলি শাহ। অন্য দিকে ভারতের প্রতিনিধিত্ব করবেন ভারতের সিন্ধু জল বণ্টন প্রকল্পের কমিশনার পি কে সাক্সেনা। এ ছাড়া ভারতের কেন্দ্রীয় জল কমিশন, কেন্দ্রীয় বিদ্যুৎ পর্ষদ, জাতীয় জলবিদ্যুৎ কমিশনের আধিকারিকরাও উপস্থিত থাকবেন এই বৈঠকে।

Leave a Reply