ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সামরিক শক্তিকে আরও বাড়িয়ে এবার অগ্নি সিরিজের Agni Prime নামক নয়া মিসাইল এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের

সামরিক শক্তিকে আরও বাড়িয়ে এবার অগ্নি সিরিজের Agni Prime নামক নয়া মিসাইল এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের
সামরিক শক্তিকে আরও বাড়িয়ে এবার অগ্নি সিরিজের Agni Prime নামক নয়া মিসাইল এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভারতের

Bengaliportal: প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ সাফল্য ভারতের। দেশের সামরিক শক্তিকে আরও বাড়িয়ে এবার অগ্নি সিরিজের নয়া মিসাইল “Agni Prime” -এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

জানা গিয়েছে, সোমবার ১০.৫৫ মিনিটে ওড়িশা উপকূলে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই মিসাইলটি অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম ‘অগ্নি প্রাইম’। নতুন প্রজন্মের হওয়ার দরুন এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত হালকা মিশ্র ধাতুতে তৈরি। ফলে অগ্নি-৩-এর থেকে এর ওজন ৫০ শতাংশ কম। ওজনে হালকা হওয়ার ফলে রেল বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে মিসাইলটি ছোঁড়া যাবে। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌবহরের বিরুদ্ধে হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অস্ত্রটি। সব মিলিয়ে প্রতিরক্ষা গবেষণায় ভারতের জন্য নতুন মাইল ফলক হিসেবেই দেখা হচ্ছে অগ্নি প্রাইমকে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ডিআরডিও।

Leave a Reply