ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

আত্মনির্ভরতার পথে দেশ পণ্য রপ্তানিতে নজিরবিহীন রেকর্ড ভারতের

আত্মনির্ভরতার পথে দেশ পণ্য রপ্তানিতে নজিরবিহীন রেকর্ড ভারতের
আত্মনির্ভরতার পথে দেশ পণ্য রপ্তানিতে নজিরবিহীন রেকর্ড ভারতের
Rate this post

Bengaliportal: চলতি অর্থবর্ষ ৯ দিন বাকি থাকতেই নয়া নজির গড়ল ভারত। বাণিজ্য ক্ষেত্রে ৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলল ভারত। বুধবার টুইট করে এই খবর জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার এমন সাফল্য অর্জন করল ভারত। দেশের নাগরিকদের জন্যই এই সাফল্য পেয়েছে ভারত। টুইটে সেকথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

২০২১-২২ অর্থবর্ষে নতুন লক্ষ্যমাত্রা স্থির করা হয়। আগের অর্থবর্ষের চেয়ে ৩৭ শতাংশ বাড়িয়ে ৪০ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করার উদ্যোগ নেওয়া হয়। ৯ দিন বাকি থাকতেই লক্ষ্যপূরণ হয়েছে ভারতের। টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “অনেক আশা আকাঙ্খা নিয়ে ভারত একটি লক্ষ্য স্থির করেছিল। সেই লক্ষ্য ছিল এক অর্থবর্ষে ৪০ হাজার কোটি ডলারের জিনিস রপ্তানি করা হবে।” এর আগে এমন রপ্তানির রেকর্ড নেই ভারতের। প্রথমবার এমন সাফল্য পেয়ে উচ্ছ্বসিত মোদী। তিনি লিখেছেন, “আমাদের দেশের সকল চাষী, তাঁতি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত মানুষকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে সকল উৎপাদনকারী এবং রপ্তানিকারকদেরও আমার তরফ থেকে অনেক অভিনন্দন রইল।” এই কৃতিত্বকে আত্মনির্ভর হওয়ার পথে একধাপ এগিয়ে যাওয়া বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। তিনি টুইটে লিখেছেন,”আত্মনির্ভর ভারত গড়ার কাজে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”

Leave a Reply