ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উচ্চতা যাই হোক না কেন, সাহসের কোনও কমতি নেই!পঞ্চায়েতে লড়াইয়ের ময়দানে তৃণমূলের প্রার্থী এই তরুণী

উচ্চতা যাই হোক না কেন, সাহসের কোনও কমতি নেই!পঞ্চায়েতে লড়াইয়ের ময়দানে তৃণমূলের প্রার্থী এই তরুণী
উচ্চতা যাই হোক না কেন, সাহসের কোনও কমতি নেই!পঞ্চায়েতে লড়াইয়ের ময়দানে তৃণমূলের প্রার্থী এই তরুণী
Rate this post

দৈহিক উচ্চতা যাই হোক না কেন, সাহসের কোনও কমতি নেই। উচ্চতা মাত্র ২ ফুট।এবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বড় চমক। শারীরিক প্রতিবন্ধকতাকে সঙ্গী করেই, হার না মানা মানসিকতার জোরে পঞ্চায়েতে লড়াইয়ের ময়দানে নেমেছেন বছর ২৩ এর তরুণীর মধ্যে।দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এবং রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিলির চুমকি ঘোষ বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এদিকে, তৃণমূলের এই উদ্যোগের প্রশংসা করেছে বিরোধী দল বিজেপিও।হিলির চুমকি যেন মনে করিয়ে দিচ্ছেন জ্যোতি কিসঙ্গে আমজের কথা। যিনি বিশ্বের সবথেকে খাটো নারী হিসেবে ইতিমধ্যেই নাম তুলে ফেলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। বাংলাতেও রয়েছে জ্যোতিরই সমকক্ষ চুমকি। দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের চকমোহন আসন থেকে তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন ২৩ বছরের চুমকি।

চুমকি এখনও পড়াশোনা করছেন। বর্তমানে তিনি হিলি গভর্নমেন্ট কলেজের অন্তিম বর্ষের পড়ুয়া তিনি। বাবা চঞ্চল ঘোষ হাটের ছোট ব্যবসায়ী। মা চিত্রা ঘোষ গৃহবধূ। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ছোট থেকেই পড়াশোনায় বেশ ভালই চুমকি। সেই সঙ্গে রাজনৈতিক বোধও রয়েছে চুমকির মধ্যে। পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ময়দানে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী চুমকি।

তিনি বলছেন, ‘অনেক দিন থেকেই ভোটে দাঁড়ানোর ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণ করেছে তৃণমূল। সব জায়গায় প্রচার নেমেছি। দিদির উন্নয়নের খতিয়ান তুলে ধরছি।’ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ঘুরছেন এলাকার নানা প্রান্তে। দলীয় কর্মীদের নিয়ে জোরকদমে চলছে প্রচার। প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচারে বেরিয়ে পড়ছেন তিনি। মাঝে দুপুরে খানিক বিশ্রাম নেন। তারপর ফের বিকালে চলছে প্রচার।

চুমকি বলছেন, ‘শারীরিক প্রতিবন্ধকতা ভোট প্রচারের কোনও বাধাই নয়। আগামী দিনে মানুষের পাশে থাকতে চাই। মানুষের জন্য কিছু করতে চাই।’ এটাই আমার উদ্দেশ্য। এদিকে ভোটের কাজের জন্য বেশ খানিকটা প্রভাব পড়ছে তাঁর পড়াশোনায়। যদিও সবদিক সামলে সময় বার করে পড়তেও বসছেন ওই কলেজ পড়ুয়া। চুমকির পাশে রয়েছেন তাঁর পরিবারের সদস্যরাও। মেয়ের জয়ের বিষয়ে আশাবাদী তাঁর মাও।

Leave a Reply