ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

শিক্ষকরা পড়ান না, স্কুলের বেহাল দশা, তুলে ধরলো খুদে সাংবাদিক

শিক্ষকরা পড়ান না, স্কুলের বেহাল দশা, তুলে ধরলো খুদে সাংবাদিক

[ad_1]

শিক্ষকরা পড়ান না, স্কুলের বেহাল দশা, তুলে ধরলো খুদে সাংবাদিক

নিজস্ব প্রতিবেদন : সাংবাদিকদের কাজ হল মানুষের সুবিধা অসুবিধা, দুর্দশা, প্রয়োজনীয় তথ্য ইত্যাদি সংবাদের মাধ্যমে সকলের সামনে তুলে ধরা। এই কাজ তাদের সবসময় করতে দেখা যায়। তবে সম্প্রতি এক খুদে যেভাবে এই কাজ করে দেখিয়েছে তাতে তার নিঃসন্দেহে প্রশংসার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বহু স্কুলেই এখনো পর্যন্ত শিক্ষকরা ঠিকভাবে পড়ান না অথবা বহু স্কুলেই পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং শৌচাগার নেই। এই ধরনের খবর সংবাদের শিরোনামে হামেশাই আসতে দেখা যায়। সেই একইভাবে এবার এক খুদে তার স্কুলের শিক্ষকদের কীর্তি এবং স্কুলের বেহাল দশা তুলে ধরেছে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হওয়ার পর ওই খুদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা।

ওই খুদে কেবলমাত্র সাংবাদিকদের মত ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে এমন নয়। পাশাপাশি তার সাংবাদিকতার ফলাফল মিলেছে হাতেনাতে। কারণ ওই ভিডিও ভাইরাল হওয়ার পর তৎপরতার সঙ্গে টনক নড়েছে প্রশাসনের। সর্বসম্মুখে সেই ভিডিও আসার পর আসরে নামতে হয়েছে খোদ শিক্ষামন্ত্রীকে। যদিও এই ঘটনার পর শিক্ষকদের রোষানলে পরে ওই খুদে সাংবাদিক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খুদে সাংবাদিকের ওই কীর্তির ঘটনাটি ঝাড়খন্ড রাজ্যের গোড্ডার মাহগামা ব্লকের ভিখিয়াচক প্রাথমিক স্কুলের। আর এমন সাহসিক পদক্ষেপ নিয়ে যে ক্ষুদে পড়ুয়া এই কাজটি করেছে তার নাম হলো সরফরাজ। ভিডিওতে দেখা গিয়েছে, লুঙ্গি আর হলুদ টিশার্ট পরা সরফরাজের হাতে নকল বুম আর সাংবাদিকদের স্টাইলে তার ক্লাসের অন্যান্য পড়ুয়াদের স্কুলের দুর্দশার কথা সে জিজ্ঞেস করেছে এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কাছে দোষী শিক্ষকদের দরখাস্ত করার দাবি তুলেছে।

ওই খুদে এই ভিডিওর মাধ্যমে স্কুলের শিক্ষকদের পড়ানোর প্রতি অবহেলা এবং স্কুলের দুর্দশা দেখানোর পর ওই স্কুলের এক শিক্ষক তাজিমুদ্দিন ওই পড়ুয়ার বাবা মাকে হুমকি দেন বলে অভিযোগ। যদিও এই ঘটনার সামনে আসার পর স্থানীয় প্রশাসনের তরফ থেকে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই জানা যাচ্ছে।[ad_2]

Leave a Reply