Bengaliportal: সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের পোস্ট। আর তাতে লাইক মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের স্বামী নিখিল জৈনের। আপাত ভাবে ব্যাপারটায় অস্বাভাবিকত্ব কিছুই নেই। বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষেরা পরস্পরের পোস্টে সাড়া দেবেন এতে আশ্চর্যের কী? কিন্তু ভোট আবহে সরগরম রাজ্যে পরিস্থিতিটাই যে আলাদা। শ্রাবন্তী এখন বিজেপি প্রার্থী। পোস্টটাও যে রাজ্য সরকারকে কটাক্ষ করে করা। তাতেই কিনা লাইক যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি ও বসিরহাটের সাংসদ নুসরতের স্বামীর! স্বাভাবিক ভাবেই উত্তাল সোশ্যাল মিডিয়া। তুঙ্গে জল্পনা।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বেহালা পশ্চিম কেন্দ্রে এবার প্রার্থী হিসেবে টিকিট পেয়েছেন শ্রাবন্তী। গতকাল ছিল তাঁর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন। জমা দেওয়ার পরে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন জনপ্রিয় অভিনেত্রী। তিনি লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গকে দুর্নীতি তোলাবাজি মুক্ত করে, বেহালা পশ্চিমে শুধু ক্লাবে ক্লাবে ফুর্তি করার দান খয়রাতি নয়, সামাজিক উন্নয়নের সাথে সোনার বাংলার সংকল্প নিয়ে বেহালা পশ্চিমে সুখে দুঃখে সব সময় পাশে দাঁড়ানোর শপথ নিয়ে আজ মনোনয়নপত্র জমা দিলাম।”
শ্রাবন্তীর এহেন পোস্টে লাইক করতে দেখা যায় মিমি-নিখিলকে। যা নিয়ে নানা মতে সরগরম হয়ে ওঠে নেট দুনিয়া। বহু নেটিজেনেরই দাবি, একই ইন্ডাস্ট্রিতে থাকার দরুন এই ধরনের সৌজন্য একেবারে স্বাভাবিক।