ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গোয়ায় উদ্দাম নাচের ভিডিও পোস্ট করে নেটিজেনদের মুগ্ধ করলেন মিমি চক্রবর্তী

গোয়ায় উদ্দাম নাচের ভিডিও পোস্ট করে নেটিজেনদের মুগ্ধ করলেন মিমি চক্রবর্তী
গোয়ায় উদ্দাম নাচের ভিডিও পোস্ট করে নেটিজেনদের মুগ্ধ করলেন মিমি চক্রবর্তী
Rate this post

Bengaliportal: রাজনীতির ময়দান থেকে বেশ কিছুদিনের ছুটি নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কয়েকদিন ধরে তাঁর ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় বেশ খোশমেজাজে বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সেই সব ছবি নেটজনতার প্রশংসাও কুড়িয়েছে। তবে গতকাল সাম্প্রতিক ট্রেন্ড ‘পাওরি হো রহি হ্যায়’-তে গা ভাসিয়ে একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। আর তাতেই ট্রোলড হতে হয়েছে যাদবপুরের সাংসদ মিমিকে।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ডানানিরের একটি ভিডিও। সেই ভিডিও’র উপর যশরাজ মুখাটে নামে এক ব্যক্তি প্যারোডি তৈরি করেন। তা ফলো করতে শুরু করেন অনেকেই। সেই ট্রেন্ডই এবার ফলো করেছেন মিমি।

যার পরেই নেতিবাচক মন্তব্য দেখা গিয়েছে মিমির কমেন্ট বক্সে। একজন প্রশ্ন করেছেন, সামনে ভোট আসছে। ভোট শেষে এমন নাচ হবে তো? আবার অনেকে ‘পাগলের দল’ বলেও কটাক্ষ করেছেন। আবার একজন লিখেছেন, ভোটের আগে জনতার সেবায় মন দেওয়া উচিত। পার্টি তো পরেও করা যাবে। আবার কমেন্ট সেকশনে দেখা গেছে অনেককে মিমির রাজনীতিতে আসা নিয়ে কটাক্ষ করতে।

Leave a Reply