ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজারাও হার মানবেন, পার্থ চ্যাটার্জীর মাসে ফলের খরচ শুনলে অবাক হবেন

রাজারাও হার মানবেন, পার্থ চ্যাটার্জীর মাসে ফলের খরচ শুনলে অবাক হবেন

[ad_1]

রাজারাও হার মানবেন, পার্থ চ্যাটার্জীর মাসে ফলের খরচ শুনলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : পার্থ চ্যাটার্জির শরীর বলে দেয় তিনি খাদ্য রসিক। তার এই গোলগাল চেহারা তার খাদ্য রসিকের প্রমাণ দেওয়ার পাশাপাশি ইডি হেফাজতে থাকাকালীনও খাঁসির মাংস চাইতে ভুলেন নি। তবে এসবের মধ্যেই জানা গিয়েছে মাসে এই খাদ্য রসিক পার্থ চ্যাটার্জীর কত খরচ হতো। সেই খরচ শুনলে যে কেউ অবাক হয়ে যাবেন আর তার খরচ হার মানাবে রাজাদেরও।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে ইডির। প্রাক্তন এই শিক্ষা মন্ত্রীর বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করে এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার করে ৫০ কোটি টাকা নগদ সহ অন্যান্য ধনসম্পদ ও খতিয়ান। তবে এই তদন্তে ইডির হাতে নতুন নতুন তথ্য আসতে ইডির আধিকারিকদেরও চোখ কপালে উঠছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রোজ ফল আসতো নিউ মার্কেট থেকে। মন্ত্রী কি কি ফল খাবেন তা আগেই জানিয়ে দিতেন এবং সেই মতোই ফল পাঠানো হতো। এর পরিপ্রেক্ষিতে ইডি আধিকারিকরা ফল বিক্রেতাদের সঙ্গে কথা বলতে পারেন বলেও জানা যাচ্ছে। ইডি আধিকারিকরা মনে করছেন এই ভাবেই এসএসসি দুর্নীতির কালো টাকা সাদা করা হতো।

ফলের খরচ সম্পর্কে সূত্র মারফত যা জানা যাচ্ছে তা হল, প্রাক্তন এই মন্ত্রীর মাসে শুধুমাত্র ফলের পিছনে খরচ হতো আড়াই লক্ষ টাকা। তার পছন্দসই ফল বাড়িতে পৌঁছে দেওয়া এবং ফলের দাম অনুযায়ী দৈনিক খরচ হতো সাত থেকে আট হাজার টাকা। এই খরচ দেখে স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠতে শুরু করেছে ইডি আধিকারিকদের।

অন্যদিকে মঙ্গলবার পার্থ চ্যাটার্জিকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হলে সেখানকার এক স্থানীয় মহিলা শুভ্রা ঘোরাই তাকে লক্ষ্য করে নিজের জুতো ছোঁড়েন। তবে সেই জুতো লক্ষ্যভেদ করায় আক্ষেপ রয়ে যায় ওই মহিলার। তিনি জানিয়েছেন, জুতোটি যদি পার্থ চ্যাটার্জির টাঁকে পেতো তাহলে তিনি শান্তি পেতেন।

[ad_2]

Leave a Reply