ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বীরভূমেও কয়েক কোটির সম্পত্তি, নতুন হদিসেও জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের নাম

বীরভূমেও কয়েক কোটির সম্পত্তি, নতুন হদিসেও জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের নাম

[ad_1]

বীরভূমেও কয়েক কোটির সম্পত্তি, নতুন হদিসেও জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের নাম

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শনিবার গ্রেপ্তার হন ইডির হাতে। এসএসসি দুর্নীতি মামলায় একাধিকবার সিবিআইয়ের মুখোমুখি হওয়ার পর শুক্রবার তার বাড়িতে হানা দেয় ইডি। এই অভিযানে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটি ২০ লক্ষ টাকা।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন নতুন সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে। যে সকল সম্পত্তির সঙ্গে না হলেও জড়িয়ে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের নাম। নতুন করে হদিস পাওয়া এই সকল সম্পত্তির মধ্যে তার আত্মীয়দের নাম জড়িয়ে রয়েছে। এসবের পর যখন প্রশ্ন উঠছে এত অর্থ কোথায় থেকে এলো সেই সময়ই আবার নতুন করে সম্পত্তির হদিশ মিলল বীরভূমে।

বীরভূমের শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় একটি ৬ বিঘা জমির হদিশ পাওয়া গিয়েছে। এই জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ৪ কোটি টাকা। যদিও এই জমি পার্থ চট্টোপাধ্যায়ের নামে কেনা হয় নি। জমিটি কেনা হয়েছে তার ভাগ্নের নামে বলেই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এছাড়াও এই জমি নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখানে জমি ছিল তার সঙ্গে ছিল কাদর নালা ইত্যাদি। সেই সকল সবকিছু বুজিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এই জমির মধ্যে খাস জমি ঢুকে রয়েছে। স্থানীয় বাসিন্দারা যিনি এই অভিযোগের আঙুল তুলেছেন তিনি ওই জমি ফিরে পেতে চান বলেও দাবি করেছেন। যদিও অন্যান্যরা কি চাইবেন তা তিনি জানেন না বলেও জানিয়েছেন।

জানা যাচ্ছে, এই জমিটি তিন বছর আগে কেনা হয়। তারপর এই জমি ঘিরে ফেলা হয়েছে এবং জায়গাটিতে যে সকল নালা বা কাদর এসব ছিল সব বুজিয়ে দেওয়া হয়েছে। আদিবাসী এলাকার সংলগ্ন এই জায়গাটি এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি। কেবলমাত্র এই জায়গাটিকে ঘিরে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে জমিটি ঘিরে রাখা এবং সেখানে কিছু তৈরি না হওয়ার কারণে ঝোপঝাঁড়ে পরিণত হয়েছে। তবে জায়গা সংরক্ষণ করে রাখার জন্য ঘিরে ফেলার পাশাপাশি মূলদ্বার সবসময় তালা বন্ধ থাকে।

[ad_2]

Leave a Reply