[ad_1]
![Nora Fatehi: নোরা ফতেহির সঙ্গে দেখা হল ভবিষ্যতের নোরা ফতেহির! - HoopHaap Nora Fatehi: নোরা ফতেহির সঙ্গে দেখা হল ভবিষ্যতের নোরা ফতেহির! - HoopHaap](https://i0.wp.com/lb1.hoophaap.com/wp-content/uploads/2022/06/%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B9%E0%A6%BF2-780x470.jpg?resize=696%2C419&ssl=1)
চলতি বছর ‘আইফা’ উপলক্ষ্যে নোরা ফতেহি (Nora Fatehi) পৌঁছে গিয়েছেন আবু ধাবি। সেখান থেকে নোরার একের পর এক স্টাইলিশ ছবি ভাইরাল হওয়ার পাশাপাশি আইফার স্টেজে নিজের ডান্স পারফরম্যান্সের মাধ্যমে ঝড় তুলেছেন নোরা। কিন্তু এর মধ্যেই তাঁর সাথে দেখা হল ভবিষ্যতের নোরা ফতেহির।
সম্প্রতি আইফার ভেনু থেকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট মেয়ে নোরার সামনে তাঁর নাচের বিভিন্ন স্টেপ করে দেখাচ্ছে। মেয়েটির পরনে রয়েছে কালো রঙের শর্ট স্কার্ট ও সাদা টপ। কখনও সে নোরার উপর পিকচারাইজড ‘সাকি সাকি’-র হুকস্টেপ নাচছে। কখনও বা তাকে দেখা যাচ্ছে , নোরার মতো কোমর দুলিয়ে বেলি ডান্স করতে। মেয়েটির নাচ দেখতে হেসে ফেলেছেন নোরা। একসময় তিনি জড়িয়ে ধরেছেন মেয়েটিকে। নোরার পরনে রয়েছে নীল রঙের স্পোর্টস টপ ও শর্ট। চুল খোলা রয়েছে। মুখে নেই কোনো মেকআপ।
প্রকৃতপক্ষে, এই মেয়েটির নাম কাশভি (Kashvi)। সে পেশায় মডেল-অভিনেত্রী। নাচ তার অত্যন্ত পছন্দের বিষয়। কাশভির ইন্সটাগ্রাম প্রোফাইল চেক করলে জানা যায়, এর আগেও বহু তারকার সাথে নেচে ইন্সটাগ্রাম রিল বানিয়েছে সে। এমনকি কাশভিকে দেখা গেছে আইফার অতিথিদের প্রথম সারিতে বসে থাকতে। তবে কাশভির ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ।
[ad_2]