ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতের আধাসামরিক বাহিনীতে ২৫৩ গ্র্যাজুয়েট তরুণ-তরুণী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

ভারতের আধাসামরিক বাহিনীতে ২৫৩ গ্র্যাজুয়েট তরুণ-তরুণী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ভারতের আধাসামরিক বাহিনীতে ২৫৩ গ্র্যাজুয়েট তরুণ-তরুণী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
Rate this post

Bengaliportal: বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ (UPSC capf exam 2022) ও সশস্ত্র সীমাবল -এই পাঁচ কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে ২৫৩ জন তরুণ-তরুণী নিয়োগ করা হবে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টস) পরীক্ষা ২০২২ -এর মাধ্যমে।

বিজ্ঞপ্তি নম্বর : 09 / 2022 – CPF তারিখ 20.04.20221 প্রার্থী বাছাই পরীক্ষা নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত। পরীক্ষা হবে ৭ আগস্ট ২০২২ তারিখে।

শূন্যপদ : পাঁচ কেন্দ্ৰীয় পুলিশ বাহিনীর মোট শূন্যপদ ২৫৩। বর্ডার সিকিউরিটি ফোর্সে ৬৬, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ২৯ । সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৬২ , ইন্দো – টিবেটান বর্ডার পুলিসে ১৪, সশস্ত্র সীমাবলে ৮২

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি। যাঁরা স্নাতক স্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিচ্ছেন তাঁরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন। এনসিসি ‘বি’ অথবা ‘সি’ সার্টিফিকেট থাকলে বাঞ্ছনীয় যোগ্যতা হিসেবে গণ্য হবে। ইন্টারভিউ / পার্সোন্যালিটি টেস্টের সময় এটি দেখা হবে।

বয়সসীমা : ১ আগস্ট ২০২২ তারিখে বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯৭ সালের আগে ও ১ আগস্ট ২০০২ সালের পরে নয়) সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শারীরিক মাপজোক : পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেন্টিমিটার। বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে ন্যূনতম ওজন ৫০ কেজি। মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার, বয়স ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে ন্যূনতম ওজন ৪৬ কেজি।

দৃষ্টিশক্তি : চশমা ছাড়া দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ৬/১২

আবেদনের ফি : আবেদনের ফি বাবদ ২০০ টাকা দিতে হবে । মহিলা ও তপশিলি জাতি / উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না । ভিসা / মাস্টার / রুপে ক্রেডিট / ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

আবেদনের পদ্ধতি : https://www.upsconline.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। একটির বেশি আবেদনপত্র সাবমিট করলে আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। অনলাইন আবেদনপত্র পূরণ করার সময় পরীক্ষাকেন্দ্র বাছাই করতে পরীক্ষা কেন্দ্রের নাম নিচে উল্লেখ করা হয়েছে। হবে, অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ১০ মে পর্যন্ত।

Leave a Reply