Bengaliportal: CRPF recruitment 2022: CRPF-এর এই নিয়োগ ড্রাইভের অফিসিয়াল বিজ্ঞপ্তি CRPF-এর অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in-এ পেয়ে যাবেন। সেইসঙ্গে দেখতে পাবেন এখানেও। আগামী ১৯ মে থেকে ওয়াক-ইন-ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে চাকরির সুযোগ। CRPF বিভিন্ন স্থানে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ জন ডেপুটি কমান্ড্যান্ট ইঞ্জিনিয়ারের পদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
আগামী ১৯ মে থেকে ওয়াক-ইন-ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। পদগুলিতে নিয়োগ সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক। এক বছরের জন্য চুক্তি হবে। CRPF-এর এই নিয়োগ ড্রাইভের অফিসিয়াল বিজ্ঞপ্তি CRPF এর অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in-এ পেয়ে যাবেন।
CRPF রিক্রটমেন্ট ২০২২: ইন্টারভিউয়ের তারিখ
নয়াদিল্লি
১৯ মে থেকে ২০ মে।
ইন্টারভিউয়ের সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
অসম
২৫ মে থেকে ২৬ মে।
ইন্টারভিউয়ের সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
তেলেঙ্গানা, হায়দরাবাদ
১ জুন থেকে ২ জুন।
ইন্টারভিউয়ের সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
CRPF রিক্রটমেন্ট ২০২২: বেতন
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তিভিত্তিক অনুযায়ী নিয়মমাফিক পারিশ্রমিক। কমান্ড্যান্ট (ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ দেওয়া হবে। ৭৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
CRPF রিক্রুটমেন্ট ২০২২: বয়সসীমা
বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে।
CRPF রিক্রটমেন্ট ২০২২: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এম টেক/এমই করতে হবে। বিল্ডিংয়ের প্ল্যানিং, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, BoQ তৈরি, চুক্তির নথি/এনআইটিএস ইত্যাদি কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।